- হাস্নাহেনা
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২২ মার্চ, ২০১৬, ০২:২৬:৩৬ দুপুর
ফুলটা ফোটেছিল পাশে ছিল
মালি
হাস্নাহেনার মনে হল খোপা যেন
খালি।
ফুলটা ছিড়ে নিয়ে খোপায় বাড়ে
রূপ
সেই রূপের আঁধার কালোয় বাড়ে
প্রেমেস্তুপ।
সেই প্রেমের মোহ টানে সাগরের মনে
ঢেউ
চুপিচুপি জোয়ার আসে টের পায়না
কেউ।
রোজ রোজ বাগানে কত ফূল
ফোটে
সাগরে মন তবু হাস্নাহেনায়
ছোটে।
বিষয়: বিবিধ
২১০৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন