- চোর
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৭ মার্চ, ২০১৬, ০১:৪২:০৩ দুপুর
নিজের ঘরে চুরি করে
ধরে আবার গানও
যেই করেই হোক চোর ধরে
আমার কাছে আনো।
এদিক খোঁজে সেদিক খোঁজে
খোঁজে নালা ডোবায়
থাকতে পারে ঝোপঝাড়ে
ধামা দিয়ে কোপায়।
সেই ঘরের কেয়ারটেকার
বদিওর তার নাম
সহজ সরল ভদ্র ছেলে
নেইতো বদনাম।
দিন দুপুরে সেই ছেলেটা
ছিলো যখন ঘুমে
চোর নাকি সেই ফাঁকে
ঢুকেছিলো রুমে।
চাকরী গেল সেই বদিউরের
বাড়ীর মালিক কাঁদে
ধন দৌলত সবই গেলো
গাত্র বস্ত্র বাদে।
হামলা হলো মামলা হলো
পাশের বাড়ির ছেলে
সে জানেনা কি ঘটনা
কাটায় এখন জেলে।
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কলমের ধার আছে বটে!!
দোয়া করি.....
মন্তব্য করতে লগইন করুন