- ঝাল ছড়া
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:১৪:১৮ সন্ধ্যা
এমন ছড়া যায়না পড়া
যাচ্ছেতায় ছন্দ
ফুলের ছড়ায় কেবল পড়ায়
নাইতো সুবাষ গন্ধ।
পাখীর ছড়ায় সুরের মেলায়
দোয়েল কোয়েল টিয়ে
যায়না ধরা এমন ছড়া
কি হবে তা দিয়ে।
গাছের ছড়া মাছের ছড়া
ঋতুর ছড়া আছে
বইয়ের পাতায় ছড়ার খাতায়
সদ্য বাছুর নাচে।
এমন ছড়া হয়না পড়া
ছন্দ আর তালে
পুড়ে গাল হবে ছাল
লাল মরিচের ঝালে।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন