- টোনাটুনি
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:০৯:০৭ দুপুর
টোনা বলে টুনিকে
বল টুনি আমি কে?
টুনি বলে টোনারে
তুই আমার সোনারে।
বেঁচে দিবি নাতো!
যা দুষ্টু যাওতো।
ডাল থেকে ডালে
টোনাটুনি নেচে বেড়ায়
মনের খেয়ালে।
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ কেমন হলো ভাই?
মন্তব্য করতে লগইন করুন