# এক জীবনের মূল্যবোধ

লিখেছেন লিখেছেন অন্য চোখে ১১ মার্চ, ২০১৫, ০৩:৫২:৫১ দুপুর



গাড়ি বাড়ি থেকেও যারা রত্রি ভর নিদ্রাহীন

অর্বাচিন

কিসের এতো হিসেব নিকেষ পাওয়া না পাওয়ার হাপিত্তেস

অন্তহীন।

আমরা যারা থাকি পথে দেখ কত আছি সুখে

ভাবনাহীন

ইটের পরে মাথা দিয়ে দিচ্ছি কত রাত কাটিয়ে

স্বপ্নহীন।


বাড়ছে তোমাদের টাকার পাহাড় ন্যায় নীতির করছনা ধার

বোধহীন

করছ কেবল আহজারী দূর্নীতি আর ছলছাতুরী

রাত্রিদিন।

কি আর হবে এসব করে মিশবে ধুলায় দুদিন পরে

আসছে দিন

ঘুম সেদিন আসবে হেসে থাকবেনা কেউ তোমার পাশে

সংগীহীন।


বলছি কি তাই একটু ভাবো তুমি আমি কেউনা রব

চিরদিন

পরহিতে নাইবা এলে তবে মিছে জন্ম নিলে

অর্থহীন।

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308368
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : খুবই চাকচিক্য পরিবেশ, সুন্দর রাস্তা। তার মধ্যে বসবাস ছন্নছাড় কি মানুষের।
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
249444
অন্য চোখে লিখেছেন : তাদের নিয়ে ভাবিনা কেউ মোরা
কপাল তাদের জন্মেই পোড়া
309580
১৮ মার্চ ২০১৫ রাত ০২:০১
জবলুল হক লিখেছেন : দুনিয়াতে যারা যত ধনী
তারা তত অভাবী।
আপনার সুন্দর ভাবনার জন্য ধন্যবাদ।
২৮ মার্চ ২০১৫ রাত ০৮:১৯
252555
অন্য চোখে লিখেছেন : ধন্রবাদ জানবেন জবলুল হক ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File