অন্য চোখে -৬

লিখেছেন লিখেছেন অন্য চোখে ১০ জানুয়ারি, ২০১৩, ১১:৫৭:১২ সকাল



কেউ বলে খালেদা

কেউ বলে হাসিনা

কেউ বলে কথায় কথায়

টুকা টুকি ভালনা



কেউ বলে প্লাস কর

কেউ বলে মাইনাস

কেউ বলে উপায় নেই

নেই কোন বাই পাস



কেউ বলে ছেড়ে দে

কেউ বলে কেঁদে বাঁচি

কেউ বলে এভাবেই

ধূকে ধূকে বেঁচে আছি



কেউ বলে থাকনা

কেউ বলে যাকনা

কেউ বলে এভাবে

গণতন্ত্র হয়না



আমি বলি আমরাইতো

নিজেরাই বুঝিনা

ইদুরের পিঠা ভাগ

বানর দিয়ে হয়না



বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File