অন্য চোখে-৫
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৯ জানুয়ারি, ২০১৩, ১১:৩৬:১০ সকাল
@
ভাবছি যদি মানুষ না হয়ে
অন্য কিছু হতাম
ভাবতে হতনা এত কিছু
জান্নাত জাহান্নাম
@
নামায পড় রোজা রাখো
সত্য কথা বল
আরো আছে হালাল হারাম
সৎ পথে চল
@
আচ্ছা নাহ'য় মেনে নিলাম
সবই ঠিক আছে
খটকা লাগে সওয়াব নেকী
যায় কার কাছে!
@
কোথা হতে এলাম আমি
কোথা যাব চলে
এমন প্রশ্নের উত্তর যদি
কোথাও না মিলে
@
তবে কি শুধুই সব
আসা যাওয়ার খেলা!
ভোরের জীবন শুরু হয়ে
বিদায় সন্ধ্যা বেলা
@
ঘুরে ফিরে ভেবে ভেবে
সাত সমুদ্দুর........
বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদূর
বিষয়: সাহিত্য
১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন