অন্য চোখে - ৪
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৮ জানুয়ারি, ২০১৩, ০২:৩৪:০৮ দুপুর
তাল পাচ্ছিনা কোন কিছুর
বেতাল লাগছে সবই
হাটতে বসতে বলতে শুনতে
লাগছে সবই আজগুবি
খবরের কাগজ খুলে
খবর তো আর পাচ্ছিনা
খুন খারাপের খবর পড়ে
দিন শুরু হোক চাচ্ছিনা
অলিগলি পথেঘাটে
যে দিকে বাড়ায় পা
অনিয়ম আর দূর্নীতি সব
কাল শকুনের ছা
ভাবছেন যারা
এইতো আছি বেশ
আমি তো ভাই ভালই আছি
যাকনা গোল্লায় দেশ
আজকে নাহয় এড়িয়ে গেলাম
থাকলাম আমি মুক্ত
পঁচন যখন দেশ ছাড়াবে
হবে পাকাপোক্ত!
সেই দিন তো ভাই
তুমি আমি আমরা
পার পাবনা পঁচন থেকে
খসে পড়বে চামড়া
বিষয়: বিবিধ
৮৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন