আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে........(২৫)
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০২ জুন, ২০১৩, ০৪:৩৫:৩৪ বিকাল
আগের পর্ব :২৪ Click this link
সমুদ্রে জোয়ার যখন আসে বেড়ে যায় ঢেউ এর উচ্চতা আর ভাসমান খড়-খুটো গুলো আছড়ে ফেলতে চায় তীরের দিকে, তবে ভাটার টান যে কি ভয়ংকর সেটা সেই বুঝে যে তলিয়ে গেছে বা তলিয়ে যেতে যেতে ফিরে এসেছে, আমারও এমন অনেক অভিজ্ঞতা আছে ভাটার টানে যাওয়া আসা তবে সাঁতার জানা ছিল বলেই রক্ষা
আমার চাকরী বদল হল, নতুন জয়েন্ট করলাম একটা ব্যাংকে, স্যুট টাই লাগিয়ে রীতিমত সাহেব বনে গেলাম, চেষ্টা করছিলাম কর্পোরেট জীবন যাপনের সাথে নিজেকে মানিয়ে নেবার।
সমস্যায় পড়লাম যখন আমার মোবাইলে রিং আসে, যেই রিং করুকনা কেন, মোবাইলে সাউন্ড হলেই আমার মনে হতো রুমি ফোন করেছে আর সাথে সাথে কেঁপে উঠতো প্রথমে আমার বুক তারপর পুরো শরীর, মাঝে মাঝে মনে হতো মোবাইলে রিং হচ্ছে কিন্তু যখন রিসিভ করার জন্য হাতে মোবাইল নিতাম দেখতাম কোন কল আসেনি আমি ভুল শুনেছি, ব্যাপারটা স্বাভাবিক মনে হলেও আমি বুঝতে পারছিলাম পরে হয়তো আমি বড় কোন ম্যান্টাল সমস্যায় পড়তে যাচ্ছি
নতুন চাকরী কিন্তু খুব ঘন ঘন ভুল পোষ্টিং দিচ্ছিলাম অফিস কাজে, আমার সিনিয়র নোমান ভাই এর আন্ডারে কাজ করছিলাম, নোমন ভাই আমাকে বেস কবার হিন্ট্স ও দিচ্ছিলেন, আমি নাকি এবসেন্ট মাইন্ড হয়ে যায় কাজের ফাঁকে, শেষ পর্যন্ত ঠিক করলাম মাথা থেকে আপাতত রুমি ঝাড়তে হবে, অন্তত প্রোবে'শান পিরিয়ড টা যাক, আর বদলে নিলাম মোবাইল সিমটা, যাতে আমার আর ধারনা না হয় রুমি ফোন করেছে, কেননা তার কাছেতো আমার নাম্বার নেই
ব্যাক অফিসে বসে কিছু কাজ করছিলাম, কিছু ভাউচার জমে গিয়েছিল পোষ্টিং দেয়া হয়নি, কাজটা আমার ছিলনা, ম্যানেজার রিকোয়েষ্ট করেছিল যদি সময় পায় তাহলে যেন ওগুলো পোষ্টিং দিয়ে এডজাষ্ট করে দিই, মোবাইলটা বেজে উঠলো, রিসিভ করেই আবার সব উলোট পালট হয়ে গেল..
চলবে.......
(বি.দ্র. মডারেশান এর দৃষ্টি আকর্শন করছি, য়, ড় এসব অক্ষর ড্রাফ্ট করার পর য, ড হয়ে যাচ্ছে, আমি নিজের ভুল মনে করে আবার ঠিক করে দেখি যে লাউ সেই কধু)
বিষয়: বিবিধ
১৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন