ওকরা খেলে
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৬ মার্চ, ২০১৪, ০৩:১৬:৪৭ দুপুর
দুই দিনের ছোকরা, খেয়ে নে ওকরা
মনোবল পাবি
ভিটামিন কে আছে, সি আছে খুব কাছে
ভাবিসনা হাবিযাবি।
ওকরা খেলে মন ভাল হবে
ওকরা খেলে দিন ভাল যাবে,
ওকরা খেলে রোদেলা দিন পাবে
ওকরা খেলে হাসিটা মুখে রবে।
শুনে রাখ তোমরা, খেতে হবে ওকরা
সব বয়সে,
ব্লাডে সুগার কমায়, এজমাটা থমকে দাঁড়ায়
ওকরার পরশে।
ওকরা খেলে হাড়টা শক্ত হবে
ওকরা খেলে চুলের খুশকি যাবে,
ওকরা খেলে ব্রেইনটা খুলে যাবে
ওকরা খেলে পয়সাটা ওসুল হবে।
ওকরার গুণাবলি পড়ুন : Click this link
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা সুন্দর হয়েছে!
"ওকরা খেলে রোদেলা দিন পাবে" - এই লাইনটি কবিতার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না।
ওকরা খেলে চুলের খুশকি যাবে,
ওকরা খেলে ব্রেইনটা খুলে যাবে
ওকরা খেলে পয়সাটা ওসুল হবে
তাই নাকি ভাই?
মাছের সাথে আরো
বয়েল নাকি বেবাক
দায়াত দিলে যাব।।।
দিলাম আসন পেতে
মন্তব্য করতে লগইন করুন