ভ্রম (অনুুগল্প)
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৪ মার্চ, ২০১৪, ০৮:২১:৫০ রাত
প্রতিদিনকার মতো কাজের সন্ধ্যানে বের হল হাকিম আলী, কিন্তু কাজ জোটেনা প্রতিদিন, কোন কোন দিন মেলে আবার মেলেনা, এভাবে একদিন কাজ না পেয়ে ফেরত আসার পথে দেখল একটা পাখি, ডানাতে তার আঘাতের চিহ্ন, পড়ে আছে পথের পাশে, তার খুব মায়া হল, পাখিটা খাবার জোগাড় করতে না পারলে, না খেয়ে মারা যাবে। তখনই একটা শব্দ হল টুক করে, দেখতে পেল কিছু খাবার পড়ল উপর থেকে। দৈব কান্ড ভেবে হাকিম আলী তাকালো উপরের দিকে, দেখলো একটা ঈগল ঘুরে ঘুরে উড়ছে আকাশে, সে ভাবল সৃষ্টিকর্তা একটা উপায় নিশ্চই করে রাখেন সব কিছুর।
তারপর হাকিম আলী হাঁটা ধরলেন বাড়ির দিকে, বাড়ির উঠোনে যখন পা রাখল তখন আবারো একটা শব্দ হল টুক করে, দেখল ছোট একটা হাড়, আবারো সে উপরে তাকাল, একটা ঈগল আকাশে ঘুরে ঘুরে উড়ছে...
বিষয়: বিবিধ
৯৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন