অন্য চোখে-২

লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৬ জানুয়ারি, ২০১৩, ০৩:৪২:০৪ দুপুর



অন্য চোখে আকাশ দেখি

অন্য রকম লাগে

অন্য ভাবেও যায়যে দেখা

ভাবিনিতো আগে

অন্য চোখে জগৎ

অনন্য সেই রূপ

সবার মতো আমি কিন্তু

দেইনিতো ডুব

অন্য চোখে তোমায় দেখি

অন্য রকম ভাবি

হয়তো তুমি ভাবতে পার

একই রকম সবই

তবুও আমার অন্য চোখে

অন্য রকম দেখা

দেখতে দেখতে আমি হয়তো

হয়ে যাচ্ছি একা

বিষয়: সাহিত্য

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File