ফাজিল কাব্য
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৩ মার্চ, ২০১৪, ০৩:৪১:৩০ দুপুর
তোমার ঠোটের লিপষ্টিক
হবে কোন কালার
সেই ব্যাপারে আমার আর
আছে কি বলার!
আমি খুশি আমার গালে
যেই রংটাই জোটে
জানি আমি নয়তো তুমি
তেমন হিংসুটে
তোমার পায়ের জুতোর হিলটা
ইঞ্চি কত হবে!
সেই ব্যাপারে বলতে চাইছি
কিন্তু আছে তবে
দাঁড়াও যখন তফাৎ রেখে
সেটা ঠিক আছে
গেলবারের হিলের চটায়
প্রাণটা উবে গেছে
বিষয়: বিবিধ
১৫০৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন