কোম্পানী গীত

লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০১:৫৫ সকাল

বোনাস তো হলো এবার, ইনক্রিম্যান্ট কেন হ'লনা

কেউ জানে অনেক কিছু, কেউ আবার কিছুই জানেনা,

কেউ পেল তিনশ করে, কেউ আবার তিন হাজার

কেউ নাচে মহা খুশী, কেউ আছে খুব বেজার।

Rose

আমাদের কোম্পানী ধরনটা এমনই কিছুর করার নাই

যদি না লাগে ভাল অন্য কোথাও চল বলে দাও বাই বাই

Rose

জ্বি স্যার জ্বি স্যার, বলে যারা তোলপাড়, খোলে আবার তাদের বরাত

তারাইতো ধরে ধরে, গর্দান চেপে ধরে, চালিয়ে দেয় করাত,

কে পাকাল জোট, কার ছুটেছে মুখ, বেড়েছে কার বাড়ন্ত

চুপি চুপি কানে কানে, চলে যাবে উজানে, থাকবেনা ঝুলন্ত।

Rose

আমাদের কোম্পানী ধরনটা এমনই কিছুর করার নাই

যদি না লাগে ভাল অন্য কোথাও চল বলে দাও বাই বাই

Rose

ঘুম ঘুম মাস পার, অপরাধ নাই তার, হবেনা কিছু

ওভারটাইম ঘুরে ফিরে, হন্য হয়ে ছুটবে তার পিছু

পান থেকে চুন খসলেই খুন, ধমকের উপর চলবে ধমক

বছরটা ঘুরে এলে অভিমান ঝেড়ে ফেলে, থাকবেনা তবু চমক

Rose

আমাদের কোম্পানী ধরনটা এমনই কিছুর করার নাই

যদি না লাগে ভাল অন্য কোথাও চল বলে দাও বাই বাই

Rose

ডিমোশান এর ভয় নাই, প্রমোশান তাও নাই, যে যেখানে ফিক্সড

পজিশান এর নাম নাই, নামি দিয়ে কাম নাই, কাজের ধরন মিক্সড,

এই আছো হ্যাড অপিস, এই আবার ষ্টোরে, যখন যেখানে পোষ্টিং

চোখ বুজে মেনে নাও, রাগ যদি থাকে তাও, চলবেনা বার্গেনিং।

Rose

আমাদের কোম্পানী ধরনটা এমনই কিছুর করার নাই

যদি না লাগে ভাল অন্য কোথাও চল বলে দাও বাই বাই

Rose

আছে ঘর সংসার, কোথায় যাব আর, এভাবেই চলছে চলুক

সবকিছু ভুলে থেকে, কবিতা দিলাম লিখে, পড়ছে লোকে পড়ুক,

সবকিছু ছাড়া যায়, কম্প্রোমাইজ করা যায়, কবিতা ছাড়া যাবেনা

চাকরীটা থাক যাক, খেতে পারি ঘুরপাক, মিথ্যে তো আর বলছিনা

Rose

আমাদের কোম্পানী ধরনটা এমনই কিছুর করার নাই

যদি না লাগে ভাল অন্য কোথাও চল বলে দাও বাই বাই

বিষয়: বিবিধ

৮৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177269
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
আবু নাইম লিখেছেন : ভাই অন্য চোখে, আপনাকে সন্দেহ অইতাছে আপনি কি আমার কোম্পানিতে, আপনার কথার অনেকটা আমাদের ষাথে মিলে গেল ভা্ই।।।।।।।।। আসলে চাকুরীর ধরন, জীবনটা এমনই হয়।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৯
132341
অন্য চোখে লিখেছেন : হা হা হা তাই নাকি
177316
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাহাহা

কাজ কম কথা বেশি,
হাতে নিবেন তেলের শিশি।
মাখিবেন দিবানিশি,
তাতেই হবেন বস খুশি। Happy Happy Happy

Love your job, not never fall love in your company. Because you don't know when the company stop loving you. - A Chinese Proverb.
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৯
132342
অন্য চোখে লিখেছেন : চেষ্টার কমনি নাই
তেলের শিশি কই পাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File