পারিবারিক খুনসুটি
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫০:৫৯ দুপুর
মাথা হরার কেন গরি, ফরান যার যাই মরি
টিপে দিলে হইলে তোয়ারে, হামের দোহায় দ
তুঁই তো আগে এ্যন ন আছিলা, অইয়ে কি আরে হ ।।
সোহাগ যেন বা’ই ফরের, ঘরের হাম হন গরের?
বান্দির মতো হাড়ি মরির, আরে হন চা’র
তোয়ার হতা বার্তার ধরন আত্তুন, কেন কেন লার।।
কি লাগের ন লাগের, হার হবর হন রাহের
তোয়াত্তন আছে এক হতা, বাজার গরি দ
এতো বাজার গরি আনি, এগিন হন্ডে যায় হ।।
মুখ সামালি হত হ, তোয়ার সংসার গইত্তাম ন
চাইয়ুম আই হনে চালাইব, এতো বড় সংসার
তোয়ার হতা বার্তার ধরন আত্তুন, কেন কেন লার।।
তুঁই ন বুঝ মশকারি, বে... গরি দ ছারি
চোখের ফানি মুছি দিইয়ূম, রুমালখান এক্কানা দ
আগে তুঁই মিড়া মিড়া হতা হইতা, এহন কা ন’হ।।
মিড়া হতা হইতাম চাই, তোয়ারে খুজিঁ হন্ডে ফা’ই
সারাদিন ট ট গরি, এহন তোয়ার মাথা হরার
তোয়ার হতা বার্তার ধরন আত্তুন, কেন কেন লার।।
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডিকশনারিডা ন পাই খুঁজি।
বিবির মেজার গরম কনে দুক্কে পরাণ যায় ফাডি,
অনার ভাগ্য ভালা ভাবি হাতে ন লইছে লাডি।
টিপে দিতে বললে তোমায়, কাজের দোহায় দাও
আগে তুমি ছিলেনা এমন,দিনে বদলে যাও ।।
সোহাগ যেন পড়ছে ঝরে, ঘরের কাজটা কে করে?
বান্দির মতো খেটে মরছি, কে আর খবর রাখছে
তোমার কথা বার্তার ধরণ যেন, কেমন কেমন লাগছে
কি লাগছে না লাগছে আমার, কে রাখে কার খবর
তোমারতো সেই একই গীত, বাজার শেষ হয়ে এল
এতো বাজার করে আনি, যায় কোথায় বল।
মুখ সামালি বল কথা, তোমার সংসারে মারি ঝাটা
এতো বড় সংসার কে চালাবে, কার টেকা পড়ছে
তোমার কথা বার্তার ধরণ যেন, কেমন কেমন লাগছে
বুঝলেনাতে মশকারি, বে... করে দাও ছাড়ি
চোখের পানি মুছে দেব, রুমালটা একটু দাও
আগেতো মিষ্টি মিষ্টি কথা বলতে, এখন কেন উধাও।।
মিষ্টি কথা বলতে চাই, তোমায় খুঁজে কোথায় পাই
সারাদিন ট ট কর, এখন বায়না মাথা করছে
তোমার কথা বার্তার ধরণ যেন, কেমন কেমন লাগছে
বদ্দা অনের মাথাত পানি ঢালন পরিব। কন মেক্কে বেড়াই আয়ুনগোই.......
মন্তব্য করতে লগইন করুন