পারিবারিক খুনসুটি

লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫০:৫৯ দুপুর



মাথা হরার কেন গরি, ফরান যার যাই মরি

টিপে দিলে হইলে তোয়ারে, হামের দোহায় দ

তুঁই তো আগে এ্যন ন আছিলা, অইয়ে কি আরে হ ।।

Big Grin

সোহাগ যেন বা’ই ফরের, ঘরের হাম হন গরের?

বান্দির মতো হাড়ি মরির, আরে হন চা’র

তোয়ার হতা বার্তার ধরন আত্তুন, কেন কেন লার।।

Big Grin

কি লাগের ন লাগের, হার হবর হন রাহের

তোয়াত্তন আছে এক হতা, বাজার গরি দ

এতো বাজার গরি আনি, এগিন হন্ডে যায় হ।।

Big Grin

মুখ সামালি হত হ, তোয়ার সংসার গইত্তাম ন

চাইয়ুম আই হনে চালাইব, এতো বড় সংসার

তোয়ার হতা বার্তার ধরন আত্তুন, কেন কেন লার।।

Big Grin

তুঁই ন বুঝ মশকারি, বে... গরি দ ছারি

চোখের ফানি মুছি দিইয়ূম, রুমালখান এক্কানা দ

আগে তুঁই মিড়া মিড়া হতা হইতা, এহন কা ন’হ।।

Big Grin

মিড়া হতা হইতাম চাই, তোয়ারে খুজিঁ হন্ডে ফা’ই

সারাদিন ট ট গরি, এহন তোয়ার মাথা হরার

তোয়ার হতা বার্তার ধরন আত্তুন, কেন কেন লার।।

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173675
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : চাঁটগাইয়া হতা ন বুঝি,
ডিকশনারিডা ন পাই খুঁজি।
বিবির মেজার গরম কনে দুক্কে পরাণ যায় ফাডি,
অনার ভাগ্য ভালা ভাবি হাতে ন লইছে লাডি। Time Out Time Out Time Out Time Out


০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৩
127178
অন্য চোখে লিখেছেন : হা হা হাCrying Crying Crying
173677
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৭
ফেরারী মন লিখেছেন : কিছুই তো মালুম হৈলো না। কুনহানকার ভাষারে ভাই ? Worried Worried Worried
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৪
127179
অন্য চোখে লিখেছেন : নিচে বাকপ্রবাসিয় অনুবাদ দেয়া হল Good Luck Good Luck
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০১
127182
ফেরারী মন লিখেছেন : থেংকু এইবার বুঝতে পারলাম।
173678
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : আঞ্চলিক ভাষয় কবিতা। পড়ে সম্পূর্ণ না বুঝলেও কিছু কিছু বুঝেছি। ধন্যবাদ।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৪
127180
অন্য চোখে লিখেছেন : ধন্যবাদ ভাইযান, নিচে বাকপ্রবাসিয় অনুবাদ দেয়া হলGood Luck Good Luck
173697
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৪
বাকপ্রবাস লিখেছেন : মাথা ব্যাথা খুব যে ভীষণ, পরান যেন খুঁজে মরন

টিপে দিতে বললে তোমায়, কাজের দোহায় দাও

আগে তুমি ছিলেনা এমন,দিনে বদলে যাও ।।



সোহাগ যেন পড়ছে ঝরে, ঘরের কাজটা কে করে?

বান্দির মতো খেটে মরছি, কে আর খবর রাখছে

তোমার কথা বার্তার ধরণ যেন, কেমন কেমন লাগছে


কি লাগছে না লাগছে আমার, কে রাখে কার খবর

তোমারতো সেই একই গীত, বাজার শেষ হয়ে এল

এতো বাজার করে আনি, যায় কোথায় বল।


মুখ সামালি বল কথা, তোমার সংসারে মারি ঝাটা

এতো বড় সংসার কে চালাবে, কার টেকা পড়ছে

তোমার কথা বার্তার ধরণ যেন, কেমন কেমন লাগছে



বুঝলেনাতে মশকারি, বে... করে দাও ছাড়ি

চোখের পানি মুছে দেব, রুমালটা একটু দাও

আগেতো মিষ্টি মিষ্টি কথা বলতে, এখন কেন উধাও।।



মিষ্টি কথা বলতে চাই, তোমায় খুঁজে কোথায় পাই

সারাদিন ট ট কর, এখন বায়না মাথা করছে

তোমার কথা বার্তার ধরণ যেন, কেমন কেমন লাগছে
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০১
127183
ফেরারী মন লিখেছেন : থেংকু Love Struck Love Struck Love Struck
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৪
127340
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক শুকরিয়া। ভাল থাকুন।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
127398
অন্য চোখে লিখেছেন : ধন্যবাদ স্যার, থ্যাংকু বলেন আর শুকরিয়া বলেন সব কিন্তু এক পেটেই ঢুকছে, আপনাদেরও ধন্যবাদ আর শুকরিয়া
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪২
127719
বৃত্তের বাইরে লিখেছেন : আগের ভাষাটাই ভাল ছিল। কিছু বুঝতে না পারলেও মজা লাগছিল। শুদ্ধ করায় কবিতার সৌন্দর্য নষ্ট হয়ে গেছেTongue Good Luck
173698
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ঠিকমতো বুঝতে না পারলেও ভালো লেগেছে। ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
127181
অন্য চোখে লিখেছেন : ধন্যবাদ ভাইযান, উপরে বাকপ্রবাসিয় অনুবাদ দেয়া হল
173810
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
egypt12 লিখেছেন : মজা পেলুম চালিয়ে যান
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
127399
অন্য চোখে লিখেছেন : চিটাইংগা ফোয়া ন বুঝিলি নোয়াখালি ফাডাই দিইয়ুম হি হি
173814
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
egypt12 লিখেছেন : মজা পেলুম চালিয়ে যান
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
127400
অন্য চোখে লিখেছেন : থিঙকু
173821
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
সিটিজি৪বিডি লিখেছেন :
বদ্দা অনের মাথাত পানি ঢালন পরিব। কন মেক্কে বেড়াই আয়ুনগোই.......
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৪
127401
অন্য চোখে লিখেছেন : হো হো হো জায়গাতো একখান, টিকিট হাড়ি দন ঘুরি আয়
173888
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১২
বিন হারুন লিখেছেন : এটা কি মেড ইন চিটাগাং? আমিতো Thinking
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৪
127402
অন্য চোখে লিখেছেন : জি স্যার, বুঝতে কষ্ট হইলে বাকপ্রবাসীয় অনুবাদের ব্যাবস্থা আছে
১০
174252
০৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৫
127713
অন্য চোখে লিখেছেন : কি মিয়া কি চিন্তা করেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File