আজ ১৪ই ফেব্রুয়ারী
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২৪:৫৩ সন্ধ্যা
আজ ১৪ই ফেব্রুয়ারী ভালবাসা বাসির দিন
আজ ১৪ই ফেব্রুয়ারী উজাড় করে দেবার দিন
জানিনা আজ জমবে কতো পাপের পাহাড়
জানিনা আজ কত লজ্বা বিকিয়ে দেবে প্রথমবার
একটা ফুল হাতে নিয়ে বলবে তোমার জন্য শুধু
ভ্রমর মেটাবে তার তৃষ্ণার জ্বালা আলিঙ্গনের মধু
আজ ১৪ই ফেব্রুয়ারী কেউ জানবেনা কারো গন্তব্য
আজ শুধু চোখ বুজে থাকার দিন নেই কোন মন্তব্য
কিশোর কিশোরী আজ হয়ে যাবে মা বাবা
গুণাক্ষরেও টের পাবেনা শরীরে পরগাছার থাবা
অঘোষিত ছুটি আজ স্কুল কলেজের নামে
বাস ষ্টপ ছাড়িয়ে যাবে নামবে অন্য খানে
থোকায় থোকায় খোপায় ফুল দেব আজ গুজে
আজকে শুধু পার্কে নয় অন্ধকারের খোঁজে
প্রশ্ন করা যাবেনা ছেলের কেন আজ হবেনা ঘরে ফেরা
মেয়ে কেন আজ বান্ধবীর বাসায় যাবার ভীষণ তাড়া
আজ ভুলে যাও মান অভিমান ধর্ম কর্ম শাসন
আজকে শুধু মাতাল প্রেমে বিলিয়ে দেবার যৌবন
আজ ১৪ই ফেব্রুয়ারী সভ্যতা ছেড়ে অসভ্য হবার দিন
আজ ১৪ই ফেব্রুয়ারী ভালবাসার নামে নষ্ট হবার দিন
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে মুসলিম তরুণ তরুণী! ফিরে এস নোংড়ামির অন্ধ গলি থেকে ভালোবাসার পবিত্র বন্দরে।
তোমার জন্য হাতছানি দিচ্ছে নতুন দিনর উজ্জল সূর্য আর ভালোবাসার লাল গোলাপ।
যেখানে তোমার সুন্দর একটা পরিবার হবে, পূর্ণ ভালোবাসা নিয়ে তোমার জীবনকে আলোকিত করে তুলবে কোন এক বেহেস্তি সাথী।
তোমাদের ঘর উজলা করে স্বর্গ থেকে অবতীর্ণ হবে কোন নিষ্পাপ মানব সন্তান।
মন্তব্য করতে লগইন করুন