বাড়ী ভাড়া দিচ্ছে নাড়া
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৯ জানুয়ারি, ২০১৪, ০৬:০৭:০৪ সন্ধ্যা
বাড়ী ভাড়া দিশেহারা নাকাল ভাড়াটিয়া
বছর ঘুরে না আসতেই বাড়ছে লাফাইয়া
জানুয়ারীতে বাড়ছে একবার জুনেও ঠিক তাই
কলিং বেলে আওয়াজ দিলে প্রাণটা যেতে চাই
আয় রোজগার ভাটার টানে দেখছেনা সরকার
তাদের কেবল মরি বাঁচি গদিটাই দরকার
ব্যাবসাপাতি যা ছিল তা হরতাল অবরোধে
লসের উপর ট্যাক্স আছে ব্যাংক বীমার সূদে
জানটা হাতে নিয়ে যারা যাচ্ছি অপিস পাড়া
কেঁদে কেটে যাচ্ছি হেটে দ্বিগুণ রিক্সা ভাড়া
এসব করে কোন মতে বছর হল শেষ
বাড়িওয়ালা দিল হানা আছেন নাকি বেশ!
কেউ দেখেনা কেউ ভাবেনা আমরা ভাড়াটিয়া
কেমন করে চলছে জীবন হামাগুড়ি দিয়া
ইচ্ছে করে গ্রামে গিয়ে হব নগর ছাড়া
লতা পাতা খাব তবু গুণবনা আর ভাড়া
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাড়িওয়ালা না ভাড়া টিয়া
অই গেছে, আইজ দেখলাম গান গায়, সেরাম বিনুদুন
প্রয়োজনে বাড়িওয়ালার মেয়ের হাতে
পড়াব হাতকড়া
সুখে দুখে এক সাথে কাধে কাধ মিলাও
ভাড়া কিন্তু কমানো চাই
ভাড়া বাড়ালে কিন্তু
কথা কমুনা আর
ধন্যবাদ নেবেন তাই
দুঃখ যাবে চলে,
শুনেছেন না সিঙ্গাপুর
সেথায় যাব চলে৷
বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া,
তুচ্ছ কথা ভেবে,
সময় যদি নষ্ট করেন,
দেশ গড়বেন কবে?
বাড়ি ভাড়ার টাকা গুনতে
বেচি বউ এর স্বর্ণ
মনটা আমার পালায় ।
প্রতি বছর ভাড়া বাড়ে ,
হাজার টাকা করে।
বেতনত বাড়ে না হাজার টাকায়,
বাড়ি ভাড়াত নয় যেন হরিন লাফায়।
মনটা কয় যাইগা বনে ,
কিন্তু সেথায় থাকব কাহার সনে।
বউ যাবে যাবেনা ছেলে-মেয়ে,
ঐ বিজনে থাকব কাহার সনে।
ভাড়া বাড়ে সুবিধা বাড়ে না,
পানি দিবে মেপে তায় আবার কলের নাই মাথা ।
দরজার নাই সিটকিনি, ভেন্টিলেটার ভাংগা,
ভাড়া বাড়াবে ষোল আনা,
থাকলে থাক না থাকলে যাওগা না ।
হায়রে কপাল এই শহরে থাকত যদি একটা বাড়ি,
তাহলে কি খাইতে হইত বাড়িওয়ালার ঝাড়ি ।
বুঝতাম যদি আগে
করতাম গিয়ে বিয়ে
বাড়িওয়ালার মেয়ে
মন্তব্য করতে লগইন করুন