অন্য চোখে - ১
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৫ জানুয়ারি, ২০১৩, ০৫:০৮:০২ বিকাল
চোখ থাকলে যায় যে দেখা
আমরা সবাই জানি
ধূয়াসা আর ঝাপসা দেখবে
যদি পড়ে ছানি।
মনের চোখে দেখবে যদি
ওটাই আসল দেখা
সত্য মিথ্যার ফারাখ কতো
মিলবে সীমারেখা।
তৃতীয় চোখ বলে তাকে
যদি দেখতে পারো
কুটিল আর জটিল ধাধার
জট খুলবে আরো।
আসুন তবে অন্য ভাবে
অন্য চোখে দেখি
সত্য সুন্দর সরল পথের
রঙ্গিন ছবি আঁকি
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন