আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে........(৩৭)

লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৭ আগস্ট, ২০১৩, ১২:২৯:২৩ দুপুর



আগের পর্ব :......৩৬...Click this link

শাকিল এর ছুটির দিন তারিখ নির্ধারিত হয়ে গেছে, সে ছুটিতে দেশে যাচ্ছে, অন্যত্র পাত্রী দেখা হচ্ছে তবে ফাইনাল সিলেকশান এখনো হয়নি, সেটা হবে পাত্রপাত্রি দেখাদেখির পর, এদিকে

মাস দেড়েক হয়ে গেল শাকিল সুমাইয়ার আর যোগাযোগ হয়নি, অবশ্য তাদের আর যোগাযোগ হবার কথাও না, শাকিল তার মাথা থেকে সুমাইয়াকে ঝেড়ে ফেলেছে, তবে শাকিল নিশ্চিত ছিল সুমাইয়া আবার আসবে তার কাছে, সে এখানে একটা মিথ দেখতে পেয়েছে রুমি আর সুমাইয়ার মাঝে, রুমি যেমন শাকিল এর কাছে ফিরে এসেছিল বারবার নিজের সাথে বুঝাপোড়া করে, সুমাইয়াও তাই করবে, এ ব্যাপারে শাকিল কেন জানি ওভার কসফিডেন্স ছিল, অবশেষে ঠিক তাই হল, সুমাই আবার নক করল শাকিলকে, যদিও উদ্দেশ্য বিহীন

সুমাইয়া: তুমি দেশে যাবার সময় ই্উএইতে ট্রানজিট নিচ্ছনা কেন?

শাকিল: কেন নেব?

সুমাইয়া: এমনি

শাকিল: আপনার সাথে পরিচয় না হলে হয়তো অমনটা ভাবা যেত কিন্তু এখন সম্ভব না, আমার খুব কষ্ট হবে, আমি যখন ড্রাইভ করি তখন রেডিও শুনি, ইউএইর প্রোগ্রাম চলে, তাতেই আমার কষ্ট হয়

সুমাইয়া: এত ঢং করার প্রয়োজন নেই, আসলে আস, দেখা হবে

শাকিল: আপনার সাথে দেখা হলে আমার কি অবস্থা হবে ভেবে দেখেছেন! আমিকি পারব আমাকে সামলাতে! দেখা না হয়েও এখন কষ্ট পাচ্ছি

সুমাইয়া: এখানে কষ্টা পাবারতো কিছু দেখিনা, তোমার আর আমার মাঝে এমন কিছুতো হইনি যে কষ্ট পেতে হবে, এমনতো না যে, তোমার আমার প্রেম ছিল ব্রেকআপ হয়ে গেছে তাই তুমি কষ্ট পাচ্ছ, সো এভাবে কষ্ট পাবার কোন মানে হয়না, আর আমরা এখনো জানিনা আমাদের ভাগ্যে কি আছে, আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, খুব শিঘ্রই দেশে যাব তখন দেখা যাবে, আমার বাবা চান আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবেন, হয়তোবা খুব শিঘ্রই আমার বিয়ে হয়ে যাবে, তবে সিচ্যুয়েশান বুঝে সিদ্ধান্ত নেব, তুমি খুবই ইমোশনাল, এটা উচিত না, তোমার আরো প্র্যাকটিক্যাল হওয়া উচিত

শাকিল: আমার উপর রাগ হয় আপনার?

সুমাইয়া: অনে............ক

শাকিল: আমিও অনেক রেগে আছি আপনার উপর, শুধু প্রকাশটা করতে পারছিনা

সুমাইয়া: মনের কথা প্রকাশ করা স্বাস্থের জন্য ভাল, আমার যখন রাগ হয় যা ইচ্ছে করি, রাগ আসলে সাথে সাথে ভাল ফুড খাবা, দেখবে ভাল লাগবে

শাকিল: আমি ইমোশনাল বাট আপনি কি সেটা তো জানেননা

সুমাইয়া: শোন ছেলে বেশী কথা বলার প্রয়োজন নেই, এইবার আমি দেশে গেলে তোমাকে হেল্প করতে হবে, পারবাতো?

শাকিল: মাথা ঠিক আছে আপনার? মাথা ঠিক থাকলে পারব

সুমাইয়া: মাথা ঠিক আছে, আমার প্ল্যান হচ্ছে আমরা সিলেট যাব, আমার আম্মা-আব্বা এন্ড ইউর ফ্যামিলি

শাকিল: আমার ফ্যামিলি!!

সুমাইয়া: ইয়েস, ইউর ফ্যামিলি, ইট উইল বি এ পিকনিক, হাউ ইস আইডিয়া, প্লিজ প্লিজ প্লিজ ডন্ট সে নো

শাকিল: পাবনা যাবেননা? খুব সুন্দর

সুমাইয়া: উফফফফফ প্লিজ, আমি ঠাট্টা করছিনা, এই সুযোগ আমি আর কখ্খনো পাবনা

শাকিল: আমার ফ্যামিলি মেম্বার কে কে থাকবে?

সুমাইয়া: উম্মা, সেটা আমি কি করে বলি, সেটা তোমার ব্যাপার

শাকিল: সুইজার‌ল্যান্ড যাবেননা?

সুমাইয়া: ওটাতো বিয়ের পর

শাকিল: সিলেট গিয়েছেন আগে কখনো?

সুমাইয়া: না যাওয়া হয়নি, তাইতো যাবার এতো শখ

শাকিল: আমি গিয়েছি, আমরা দুইটা জায়গায় যাব, মাধবকুন্ড ঝরনা দেখতে আর জাফলং, ইন্ডিয়া বর্ডারের পাশে একটা নদী আছে, যেখানে পাহাড়ের ঝর্ণার সাথে পাথর আসে, খুব স্বচ্ছ পানি, সূর্যের আলোতে চিক চিক করে, ঠিক যেন আপনার মতো সুন্দর, ওখানে যাব আমরা

সুমাইয়া: ওকে ডান, মনে থাকে যেন

শাকিল: আপনি কি যানেন আপনার একটা প্রবলেম আছে

সুমাইয়া: কি প্রবলেম?

শাকিল: আপনার ম্যাচুরিটি প্রবলেম, এখনো চাইল্ডিশ বিহ্যাভ ছাড়তে পারেননি

সুমাইয়া: ওটা বিয়ের পর ঠিক হয়ে যাবে, আগে আমাকে একটা কথা দাও, রাখবে, প্রমিজ কর

শাকিল: প্রমিজ রাখতে গিয়ে আমার কষ্ট হলে পারবনা, আমি কষ্টকে ভয় পাই খুব

সুমাইয়া: কষ্ট হবেনা, নিশ্চয়তা দিচ্ছি, প্রমিজ কর কথাটা রাখবে

শাকিল: আচ্ছা বলেন

সুমাইয়া: তুমি আমাকে আজকে আপনি করে সম্বোধন করছ কেন? এটা আমি আর শুনতে চাইনা, প্লিজ আমাকে আপনি আর বলবেনা

শাকিল: করছি এ কারনে যে, আমি চাইনা আপনার আর আমার মাঝে দূরত্বটা কমে ঘনত্বটা বাড়ুক, তুমি শব্দটা আপন করে ফেলে খুব, তাই আপনি বলাটা শ্রেয় মনে করছি

সুমাইয়া: এত কিছু বুঝিনা, আমি তুমি শুনতে চাই

শাকিল: ওকে তুমি তুমি তুমি, একটু আসছি, বস ডাকছে কেন একটু দেখে আসি

চলবে.........

বিষয়: বিবিধ

১৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File