দিল্লিকা লাড্ডু
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৯ জুন, ২০১৩, ১১:৪০:৪৫ সকাল
মানছি তোমার যুক্তিটাও
মিথ্যে তো আর বলছিনা
তবুও আমি চাইছি একলা
দুকলা হতে চাইছিনা
@
মানছি আমি বাস্তবতা
সময় বসে থাকছেনা
তবুও আমি স্বপ্ন ছেড়ে
বাস্তবে ফিরে আসছিনা
@
তোমরা আছো দিব্যি বেশ
সুখ তোমাদের ছাড়ছেনা
তবুও আমি তোমাদের মতো
সুখি হতে চাইছিনা
@
চাইছি আমি আমার মতো
সবার মতো চাইছিনা
এতো করে বলছ যখন
না রেখেও তো পারছিনা
@
জ্বালিয়ে খেলে বড্ড ভীষণ
ঝুলিয়ে রাখা যাচ্ছেনা
সিদ্ধান্তটা নিয়েই নিলাম
একলা আর থাকছিনা
বিষয়: বিবিধ
২১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন