লিমেরিক (১-৩)
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৯ জুন, ২০১৩, ১১:২৭:১৫ সকাল
হঠাৎ মনে হল লিমেরিক লিখব, এই ব্লগে লিমেরিক খুব একটা পরিচিত নয়, একসময় আমি চেষ্টা করেও লিখতে পারতামনা, তায় রণভঙ্গ দিয়েছি, ইদানিং মনে হল আবার চেষ্টা করা যাক, কিন্তু ছন্দটা নিয়ে একটু দ্বিধায় ছিলাম, গুগুলে সার্চ দিয়ে পেয়ে গেলাম, তায় লিখার আগে সবার সাথে ফরমেট টা শেয়ার করা যাক।
লিমেরিক(limerick) ইংরেজি শব্দ। শব্দটি ইংরেজি ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে। লিমেরিক পদ্যের এক বিশেষ ধরনের রচনা শৈলী। সাধারণত ৫ টি চরণে হয়। মিলের বিন্যাস : ক ক খ খ ক। ৩য় ও ৪র্থ পঙ্ক্তি অন্যগুলোর চেয়ে মাপে ছোট হয়। ইংরেজি নার্সারী রাইম থেকে এর উৎপত্তি। সাধারণত লিমেরিকের বক্তব্য অর্থবোধক হয় না।
বাংলা একটি লিমেরিকঃ-
তাতীর বাড়ি ব্যাঙের বাসা
কোলা ব্যাঙের ছা।
খায় দায়,
গান গায়,
তাইরে নাইরে না
সবইতো বুঝা গেল এবার চেষ্টা করা যাক লিখা যায় কিনা....
(১)
টাল্টু মিয়া লোক ভাল মন্দনা
নেশা টেশা তেমন কিছুই করতনা
মারে উকিঝুকি
কেউ দেখে নাকি
পুকুর ঘাটে গোসল করে চন্দনা
(২)
চাচা যখন সাইকেলটা রেখে যান
কিরিং কিরিং বেল মারে পোলাপান
চাচীর যা স্বভাব
দিনে বাড়ে অভাব
কোমর ব্যাথায় চাচা লাগান টাইগার বাম
(৩)
হেন করেংগা তেন করেংগা
লেং মারেংগা ঠেং ভাগেংগা
বউ শাহবাগ
বাড়ে মনোরাগ
শালীর পেনপেনানি, চাই লেহেংগা
বিষয়: বিবিধ
১৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন