আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে........(২৬)
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৭ জুন, ২০১৩, ১১:৫৩:৫৩ সকাল
আগের পর্ব :২৫...Click this link
হ্যালো শব্দটা শুনেই বুকের মধ্যে ভুমিকম্প শুরু হল, প্রথম শব্দটায় শুনে নিশ্চিত ছিলাম এটা রুমির কন্ঠ...
-হ্যালো আমি রুমি বলছি
=হুম চিনতে পেরেছি, কেমন আছ?
- ভাল, তুমি কেমন আছ?
=ভাল আছি
-তুমি কি এখন একটু আসতে পারবে?
=কোথায়?
-তুমি হয়তো জাননা, আমি কলেজে জয়েন্ট করেছি, আমাদের বাড়ির কাছের কলেজটাতে, যেটাতে আমি ইন্টার পড়েছিলাম, এখানেই আসতে পারলে ভাল হ'ত, পারবে?
=এখনতো আসা যাবেনা, আমিওতো আগের জবটাতে নেই, ওই জবটাতে থাকলে পারতাম বাট এখন পারা যাবেনা, আমার সপ্তাহে দুইদিন বন্ধ আছে, শুক্র আর শনি, তুমি চাইলে এই দুইদিনটা বেছে নিতে পার
-তাহলে শনিবার দেখা কর, আমি শনিবার কলেজ করবনা, সকাল ন'টায় আমি তোমার আগের অফিসের পাশের মার্কেটটায় থাকব
= ঠিক আছে, আচ্ছা তুমি আমার মোবাইল নাম্বারটা কোথায় পেলে? আমিতো নাম্বার চেন্জ করেছি বেশীদিন হয়নি
-সেটা পরে বলব, এখন রাখি, খোদা হাফেজ
আমার খুব আত্মবিশ্বাস ছিল রুমি আবার আসবে, যদিও আমি এখনো নিশ্চিত নই এটা কি ফিরে আসা নাকি বিদায় নেবার আয়োজন, রুমির বিয়ে হয়ে যায়নিতো! সেদিন যদি বরকে সংগে করে এনে পরিচয় করিয়ে দেয় ব্যাপারটা কেমন হবে! আমার নতুন নাম্বারটা কিভাবে পেল? এই নাম্বারতো রিমি বা অন্য কাউকে দেয়া হয়নি এখনো, আমার চাকরীর খবর ও কি জানে? হাজার উদ্ভট চিন্তা মাথায় ঘুরপাক খেতে শুরু করল, আর সময় যেন কাটতে চাইছেনা কোনভাবে, শনিবার যেন অনেক দূর
অবশেষে মুখোমুখি হওয়া গেল শনিবারের, আমার পৌঁছতে একটু লেইট হল, পথে জ্যামে পড়েছিলাম, দূর থেকেই দেখতে পাচ্ছিলাম মার্কেটের প্রবেশ পথে রুমি পায়চারী করছিল, আমাকে দেখেই বলে উঠলো, এতক্ষণে আসলে, আমি সেই কখন থেকেই অপেক্ষা করছি, মুখে সরি বললাম যদিও মনে মনে ভাবছিলাম আজকে আমার দেড়টা বছর রাত আর দিন দুটোই নির্ঘুম কেটেছে এই অপেক্ষা নামক শব্দটার পেছনে, অথচ আজ ৩০ মিনিট দেরী হল তায় সরিও বলতে হল
রুমি বলল "চল কোথাও যাই"
আসলে আমি প্রস্তুত ছিলামনা একসাথে কোথাও যাবার, একেতো আমার কোন অভিজ্ঞতা নেই এসব ব্যাপারে, আজকাল সবাইতো প্রেম করে, তারা কোথায় যায়! কেন যায়, কিভাবে যায় এসবের ধারণা নেই আমার কাছে, তাছাড়া রুমি আজকে কেন দেখা করতে বলেছে তারওতো কোন ইংগীত পাওয়া যায়নি, তবুও রুমির বলার ধরণটা দেখে আমার মনে হলো কোথাও যাওয়া উচিত, মনে মনে একটু ভেবে নিলাম কোথায় যাওয়া যায়
নাহিম ভাই এর কথা মনে পড়ে গেল, আমার সব সময় মন খারাপ থাকতো তায় নাহিম ভাই চেষ্টা করতেন আমার মাইন্ড চেইন্জ করার জন্য, প্রায়ই কলিগদের সবাইকে নিয়ে ট্যুর এর আয়োজন করতো, সিলেট, বান্দরবান, কক্সবাজার এসব লং ট্যুর এর পাশাপাশি আশে পাশের কোন জায়গাও বাদ দেননি, সীতাকুন্ডের পাহাড়, চকরিয়ার দুলহাজরা ইকোপার্ক ইত্যাদি, নাহিম ভাই এর ধারণা প্রকৃতির সাথে মিশলে আমার মন চেন্জ হয়ে যাবে ধীরে ধীরে, কিন্তু ফল হতো উল্টো, যখন কোন সুন্দর প্রকৃতি দেখতাম আমার মনে হত ইশ আজ যদি রুমি থাকতো পাশে!
হঠাৎ মাথায় এল চট্টগ্রাম এয়ারপোর্ট এর দিকে যাওয়া যায়, কর্ণফুলি নদীর মোহনা দেখা ছাড়াও এয়ার পোর্টটা নতুন করে সাজানো হচ্ছে, খুবই সুন্দর, একপাশে কিছু অস্থায়ী ছোট ছোট টি স্টল আছে এবং পাশে গাছের ছায়ায় ঘাসের উপর মাদুর বিছিয়ে দেয়, একেবারে প্রকৃতির কোলে বসে চা পান, রুমিকে বললাম, চল তোমাকে একটা জায়গায় নিয়ে যায়, আমার খুবই প্রিয় যায়গা, জানিনা তোমার কেমন লাগবে, তবে যত বারই আমি সেখানে গিয়েছি তোমার শুন্যতা অনুভব করেছি, রুমি বলল চল যাওয়া যাক........
চলবে...........
বিষয়: বিবিধ
১৫০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন