মিতু যখন একা হয়ে যায়............
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০১ জুন, ২০১৩, ০১:২৪:৪৫ দুপুর
মিতুর আজ মন খারাপ, অনেক চেষ্টা করেও ঘুম আসছেনা, জোর করে ঘুম দেয়া মানে নিজেকে আরো কষ্ট দেয়া মনে হল মিতুর কাছে, এতো রাতে আর কিইবা করার আছে, জোর করে ঘুমাতে গিয়ে তার চোখে হালকা ব্যাথা অনুভব করছে সে, অবশেষে ভাবল ছাদে যাবে, একটু ঘুরে আসলে হয়তো মন ভাল হবে
ছাদে দাঁড়িয়ে নিচের দিকে তাকাল মিতু, অনেকগুলো ছোট ছোট বিল্ডিং, রাতের আঁধার এর সাথে চাদেঁর আলো এবং নাগরিক বিদ্যূতের আলোর একটা মিতালি, একটা রাস্তা দুর থেকে আবার এসে আবার চলে গেছে দূরে, যানবাহনগুলো হর্ন বাজিয়ে গন্তব্যে যাবার তাড়া নেই, নেই রিক্সার বেল, ভেনগাড়ী, ঠেলাগাড়ি ইত্যাদির মিশেল শব্দগুলো, নেই মানুষগুলোর তাড়াহুড়া করে ঘরে যাবার দৃশ্য, নির্জীব রাস্তাটার দিকে তাকায় মিতু আর ভাবে সে যেন এই নগরের নাগরিক কেউ নন আর মিতুর যেন বলার ছিল অনেক কিছু, কিছু ভাবনা উলোট পালট হচ্ছিল মিতুর মনে আর চাঁদটাকে খুব আপন মনে হলো তার, আনেক্ষণ তাকিয়ে দেখল সে চাঁদটাকে, খুবই শীতল যেন, তারপর মিতুর চোখে ঘুমের আমেজ........
এভাবে রাতগুলো ভোর হয়ে যায় আর সূর্যটা আমাদের দাঁড় করিয়ে দেয় জীবনের বাস্তবতার সম্মুখে, জানিনা আজ রাতে মিতু আর ছাদে আসবে কিনা
বিষয়: বিবিধ
১৬৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন