আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে.........(পর্ব-৪)
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০২ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১১:০৪ দুপুর
আগের পর্ব : ৩.......Click this link
বৃহষ্পতিবার অফিস থেকে এসে শাকিল আচ্ছা করে ঘুম দেয়, উঠতে একটু দেরী হয়ে গেল, আছর নামাজ এর সময় যায় যায়, তাড়াতাড়ি উঠে নামাজটা পড়ে নিল, চা বানাল এক কাপ সাথে টোস্ট বিস্কিট, এখানে এসিআই কোম্পানীর টোষ্ট বিস্কিট পাওয়া যায় দোকানে, খুব চলে ওটা, দেশ থেকে মুড়ি ও আসে, শাকিল পছন্দ করে টোস্ট অথবা মুড়ি দিয়ে চা খেতে, খেয়ে একটু বিশ্রাম নিয়ে মাগরীব এর নামাজটা সেরে ফোন দিল সায়িদ ভাইকে...
হ্যালো ভাইয়া, আসসালামুআলাইকুম, কেমন আছেন? বাবা কেমন আছে? সবাই ভালতো? ইত্যাদি কুশালাদি শেষে সায়িদ ভাই জিজ্ঞেস করল, তুমিতো ওই ব্যাপারে কিছু বললেনা, ওদিকে জোৎস্না আপা বারবার খবর পাঠাচ্ছে ওদের সাথে বসে ব্যাপারটা ফাইনাল করে ফেলতে..
বলেছে নাকি? আমারতো মনে হয়, সুমাইয়া এ ব্যাপারে এগ্রি না, হয়তো ওর ফ্যামিলি প্রেশার ক্রিয়েট করছে বিয়ের ব্যাপারে
কেন তোকে কিছু বলেছে নাকি? না করে দিয়েছে?
না করেনি তবে হা ও বলেনি, কথা বলে যতদুর বুঝেছি ও এখনো বিয়ের ব্যাপারে সিরিয়াস না, আমার সাথে গত একসপ্তাহে বেশ কবার কথা হয়েছে তবে বিয়ের ব্যাপারে কোন আলাপ হয়নি, সে ব্যাপারে ওর কোন আগ্রহ আছে বলে মনে হয়না, একটু চাইল্ডিস আর হেয়ালির মিশেল আছে বলে মনে হল
তাহলে তোর মতামত কি? আমরা কি না করে দেব? প্রতিদিন কথা বলছ অথছ বিয়ের ব্যাপারে কোন আলাপ করছনা, ব্যাপারটা একটু কেমন দেখায়না? যদি ইয়েস হয় তাহলে না হয় ঠিক আছে, আর যদি নো হয় তাহলে যোগাযোগ এর কি প্রয়োজন আছে আর? দেখতে তো ভাল দেখায়না, আর তোমার ছুটির দিনতো কাছেই, যদি এটা নো হয়ে যায় তাহলে আমাদের তো অন্যদিকে দেখতে হবে, আমি ভাবছি তোমার বিয়েটা হয়ে গেলে তন্দ্রার ব্যাপারে এগুবো, হাতে কিছু ভাল প্রস্তাব আছে
তাই নাকি, তাহলেতো ভালই, আগে তন্দ্রার বিয়েটা দিয়ে দিন, আমি এবার ছুটিতে তন্দ্রার বিয়েতে এটেন্ড করে আসলাম, আমার ব্যাপারে না হয় পরের বার দেখবেন
নানা আমরা আগে তোর বিয়েটা সেরে নিতে চাচ্ছি, তন্দ্রার ব্যাপারটা পরে দেখা যাবে, আমি তাহলে ওদেরকে না করে দিচ্ছি, এমনিতে এ ব্যাপারে বড় আপা আর তাহমিনার নিম রাজি, ওরা বলছিল মেয়ে বিদেশে থাকে, চাকরী করে, কেমন হয় না হয় ইত্যাদি, তাহমিনার অফিস থেকে দুই একটা প্রস্তাব আছে, ওর কলিগরা নিজ থেকে যেচেই প্রস্তাবগুলো দিয়েছে, ওরা তো আমাদের ফ্যামিলি সম্পর্কে জানে, আমাদের সবাইকে চেনে তায় পাত্র দেখার ঝামেলাও নেই, আমরা কথা বলে রাখলে তুই যখন আসবি তখন ফাইনাল করা যবে, কি বলিস? তাহমিনাকে বলব? কথাবার্তা শুরু করার জন্য...
সত্য কথা বলতে কি, সুমাইয়াকে আমার পছন্দ হয়েছে, ওরা যদি এগ্রি থাকে তাহলে এগুতে পারেন, অথবা আপনার যা ভাল মনে হয় করবেন, আমার আর মতামত কি?
অ'কে তাহলে আমি জোস্না আপার সাথে কথা বলে এটা না করে দিচ্ছি আর তাহমিনাকে বলব অফিসের প্রস্তাবগুলো যাচাই বাছাই করতে, আজ রাখি তাহলে, আর শোন তোর আর ওই মেয়েটার সাথে যোগাযোগ রাখার দরকার নেই, আমি এদিক থেকেই না করে দেব
ঠিক আছে ভাইয়া, রাখছি তাহলে, আসসালামুআলাইকুম।
তারপর সপ্তাহ খানেক অফিস কাজে ডুবে ছিল শাকিল, সুমাইয়ার কথা একেবারে মনে পড়েনি তা কিন্তু না, বড় ভাইয়াকে যেহেতু কথা দিয়েছে যোগাযোগ করা হবেনা আর শাকিল যেহেতু নিজ থেকে নক করবেনা বলে আগে থেকেই পণ করেছিল তাই বিষয়টা নিয়ে আর ভাবতে চায়না শাকিল, কিন্তু সবকিছু গোলমাল হয়ে গেল সুমাইয়া যখন নক করে বসল
সুমাইয়া: আপনার প্রবলেমটা কি!
শাকিল: কেন কি হয়েছে
সুমাইয়া: মেসেজ্ঞার আইডি খুলে বসে থাকেন নক করেননা কেন?
শাকিল: কি হবে নক করে?
সুমাইয়া: সব কাজে কি লাভলোকসান থাকতে হবে এমন কোন কথা আছে?
শাকিল: তা নেই, তবে আমি মনে হয় আপনার প্রতি দূর্বল হয়ে পড়ছি তাই চেষ্টা করছি একটু সামলিয়ে চলতে
সুমাইয়া: কিন্তু আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে
শাকিল: কেন ? ঝগড়া চলছে নাকি?
সুমাইয়া: ঝগড়া! কার সাথে আবার ঝগড়া হবে!
শাকিল: জানিনা তবে আন্তাজ করে বলতে পারি
সুমাইয়া: বলুনতো শুনি
শাকিল: আসলে আমি একটু কল্প প্রবণ, এইযে আপনার সাথে আমার পরিচয় হল, কথা হল, কিন্তু আপনি আমার সম্পর্কে কি জানেন আমি জানিনা তবে আমি কিছুই জানিনা আপনার সম্পর্কে, এই কিছুদিনের পরিচয়ে আপনার সম্পর্কে আমি মনে মনে ভেবে নিয়েছি, আবার ওই ভাবনা যে সত্য হবে এমন না, ওটা আমার নিজের জন্যই ভাবা, আমার ভাল লাগে, কোন একটা বিষয়কে একটা ভাবনার কাঠামোর মধ্যে ফেলে মনোজগতে একটা অবয়ব দাঁড় করিয়ে কল্পনার একটা রাজ্যে ঘুরপাক খাওয়া
সুমাইয়া: বলুন না শুনি আমার সম্পর্কে আপনি কি ভেবেছেন, জানতে ইচ্ছে করছে
শাকিল: আচ্ছা বলছি, তবে আমি আবারও বলে রাখছি যে, এটা একান্তই আমার মনোগত ব্যাপার যেটার সাথে বাস্তবিক জীবন যাপনের কোন সম্পর্ক নেই, আমার ধারণা কারো সাথে আপনার প্রেমের একটা সম্পর্ক আছে, আপনার বাসায় আপনাকে বিয়ের জন্যা চাপাচাপি করছে, এদিকে ওই ছেলে আপনার কাছে কিছু সময় চেয়েছে, ওই সময়টা পর্যন্ত আপনি আপনার বাসায় বলতে পারছেননা যে আমার পছন্দের লোক আছে, আর তাই আপনি আপানার ফ্যামিলি থেকে আসা প্রস্তাবগুলো ঝুলিয়ে রেখে সেই সময়টা পার করতে চাচ্ছেন....ব্লা ব্লা ব্লা ব্লা............
সুমাইয়া: আপনার চিন্তার প্রশংসা না করে পারছিনা
শাকিল: কেন মিলে গেল নাকি কল্পনা আর বাস্তাবে!!
সুমাইয়া: মিলেনি তবে এটা বুঝতে পারছি প্রেম সম্পর্কে আপনার অভিজ্ঞতার ভান্ডার বিশাল, আচ্ছা আপনার সম্পর্কে বলুনতো, প্রেম করেছেন কখনো? কিংবা এখনো করছেন এমন কোন ঘটনা আছে?
শাকিল: ধূর বাদ দিন এই প্রসংগ, আজকে আপনার পুষির সম্পর্কে বলুন, সেই দিন বলছিলেন পুষির কি এক বিরাট হিষ্ট্রি আছে
সুমাইয়া: আজ না , আমার অফিস ছুটির সময় হল, আগামীকাল হবে, আজ রাখি, বাই, টেক কেয়ার, বি গাধা এন্ড সো এন্ড সো
শাকিল: আল্লাহ হাফেজ
চলবে ..........
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন