তোমরা যারা শিবির কর

লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৬ জানুয়ারি, ২০১৩, ১১:৪০:২৫ সকাল



তোমরা যারা শিবির কর

বলতে পারো কিসের আশায়!

কিসের এতো বড়াই কর

নামাজ কালাম আল্লাহ খোদায়

@

যেই বয়েসে জেন্ডার ভুলে

ভাসবে মনের জানলা খুলে

তোমরা কিনা সেই বয়সে

গুটিয়ে যাও এক নিমিষে

@

কিসের এতো জিহাদ কর

পর্দা কর চোখে মুখে

স্বাদটা একবার নিয়েই দেখ

বরফকুচির ভদকা চুকে

@

নেশার তালে ভুলবে যত

মান অভমান দুঃখ বিষাদ

তোমরা যারা শিবির কর

মিছে কর ধর্ম আবাদ।

বিষয়: বিবিধ

১৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File