অন্য চোখে-৮
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৩ জানুয়ারি, ২০১৩, ১১:৫২:৩৯ সকাল
আমার কিন্তু চোখ দুইটা
দেখি তিন চোখে
উল্টা পাল্টা দেখলে কিন্তু
লাল হয়ে যাই রেগে
@
প্রধানমন্ত্রী বক্তা ভাল
বলেন ঠুসঠাস
কে শুনল কে বুঝল
সেই ব্যাপারে উদাস
@
বলে দিলেন মুখের উপর
পুলিশ নিরপেক্ষ
এটাই হবে এবারের স্লোগান
পুলিশ সপ্তাহ
@
বলার সাথে কথার যখন
মিল না থাকে
পদকটা তাই শোভা পায়
হারুন ললাটে
@
মখা বাবু বড়াই করে
এটাইতো বিচার
পদক পাবে যে বাড়াবে
অনাচার আর অবিচার
@
এই যদি হয় আইন কানুন
দেশ চলার রীতি
অন্যচোখে দেখছে সবাই
বাড়ছে জনভীতি
@
একটি বছর পার হলেই
আসছে নির্বাচন
এমন শাষন চলে যদি
কি হবে তখন!
@
সবুর করে আছে সবাই
আছে অপেক্ষায়
সেই দিন বুঝিয়ে দেবে
জনগণের রায়
@
বি.দ্র.:ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া সাবেক ছাত্রলীগ ক্যাডার এডিসি হারুন
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪৩ জনকে ডিঙিয়ে তিনি পেয়েছেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপারের চলতি দায়িত্ব। আর নতুন খবর হল তিনি পেলেন পিপিপি পদক,স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এর দম্ভোক্তি, "ফারুককে পেটানোর জন্যই ডিসি হারুনকে পদক দেওয়া হয়েছে" আর প্রধানমন্ত্রী বলেছেন " পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের ইচ্ছা নেই।"কথার, কাজের,চিন্তার আর ক্ষমতার কি পরিমাণ দেওলিয়ত্ব হলে এমন সব স্ববিরোধী আর দম্ভোক্তি করা যায়! আমরা সমাজ আর রাষ্ট্রকে ক্ষয় করে দিচ্ছিনাতো! যদি এমন হয় আমরা কি নিরাপদ এমন সমাজ আর রাষ্ট্রে!
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন