আমি এবং আমার বিমূর্ত আকাশ

লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৩ এপ্রিল, ২০১৩, ০১:৫৩:০২ দুপুর



বেদনার রং লাল হয় নাকি নীল!

কিছু প্রশ্ন বারে বারে আসে মনে ঘুরে ফিরে

যেমন বৃত্তাকারে ঘুরে খোলা আকাশে চিল

@

বৃষ্টি ঝরাতে জানো! অবিরাম ঝরঝর

কত ঝরিয়েছি ছোপ ছোপ বছরে বার মাস

বেদনা ভুলতে গিয়ে ভালবেসেছি আরো

@

আমি জেনেশুনেই ভুল করতে জানি

ভুলের মাঝে এমন তৃপ্তি জানা ছিলনা আগে

আমি ভুল করেই ফুল এখনো কিনি

@

এই যে আমি আমার আকাশ আর আমার মন

ডুবোচরে আটকে পড়ে আমার স্বপ্ন জাহাজ

হয়তো আমি খুবই হতাশ ভাসছি আজীবন

@

তবুও আমি চাইনা আবার পুরোনো সব রং

আমি এখন আমার আমি আর আমার আকাশ

প্রশ্নগুলো ম্লান হয়ে আজ খুঁজে অন্য ভূবন

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File