হত্যা বিরোধী মত দমনের ভালো পথ হতে পারে না

লিখেছেন লিখেছেন নীলগীরি ০৬ জানুয়ারি, ২০১৩, ০১:১৭:৪৪ দুপুর

খবরটা শুনে খুবই আহত হলাম। ঢাকার একজন নেতাকে কুষ্টিয়াতে হত্যা করা হয়েছে। যার হাতে পুলিশের হ্যান্ডকাপ পরানো।

চলমান মহাজট(!) সরকারের সময়ে এটি হতেই পারে। কিন্তু এর মাত্রাটা কতটা সহনীয়? ও্য়ার্ড পর্যায়ের নেতা বলে হয়তো এখনো বিএনপির তরফে কিছু বলা হয়নি। বলা হবে হয়ত।

কিন্তু আফসোস লাগে এ জন্য যে, আমাদের দেশের রাজনীতির সাথে যারা জড়িত তাদের জীবন বিপন্ন হচ্ছে। এটা কারো জন্য ভালো খবর হতে পারে না।

এখন আওয়ামী যামানা। সাধারণ মানুষ হত্যার রাজনীতিটা তাদের কাছে নতুন নয়। কিন্তু আগে হয়তো অন্যদল এর অনুকরণ করতো না । এখন করবে।

বিএনপি যদি ক্ষমতায় আসে তখন? তখন নিশ্চয় আওয়ামী লীগ নেতাদের এ রকম লাশ পাওয়া যাবে। এভাবেই কী চলবে আমাদের প্রিয় স্বদেশ। এ ভাবে! না এভাবে চলতে দেয়া যায় না।

আসুন আমরা প্রতিবাদী হই। নিজের নিরাপত্তা নিয়ে সচেতন হই। সরকার নিশ্চয় এটা বুঝবেন, হত্যা কখনো বিরোধী মত দমনের ভালো পথ হতে পারে না। পরমত সয়েই রাজনীতি করতে হবে।

প্রতিহিংসার বদলে সমঝোতা হোক। আলাপ আলোচনার মাধ্যমে রাজনীতি এগিয়ে যাক। আমরা নতুন কোনো সময়ের অপেক্ষা করছি।

আল্লাহ নিশ্চয় ধৈর্য্যশীলদের সাথে আছেন।

বিষয়: রাজনীতি

১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File