দেশজুড়ে ধর্ষণের কুতসিৎ উৎসব চলছে
লিখেছেন লিখেছেন নীলগীরি ০৫ জানুয়ারি, ২০১৩, ০৪:৩৪:৫৬ বিকাল
সময়টা বৈরী, কোনো সন্দেহ নেই। তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকারও ফুরসৎ নেই।
দেশজুড়ে যেন ধর্ষণের কুতসিৎ উৎসব চলছে। আওয়ামী যামানায় এটা নতুন না। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ এ আমরা তা দেখেছি।
কিন্ত এবার দেখছি ভিন্ন এক চিত্র। খুবই আতঙ্কজনক। ডিজিটাল সরকারের তকমা তাদের গায়ে। ভিশন ২০২১। তো এবার ছাত্রলীগ, যুবলীগের গুণ্ডারা নেমে পড়লেন ধর্ষণ করে সে সব দৃশ্য ভিডিও করে রাখার কাজে। মোবাইলফোন এবং ডিজিটাল ক্যামেরায় তা ধারণ করা হচ্ছে। হামেশা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি চলছে। এ নিয়ে অশান্তি আর কষ্টে আছেন দেশের মানুষ।
কিন্তু মানুষের এ কষ্টের কথা শাসক গোষ্ঠীর কানে পৌছায় না। পৌছাতে পারে না। কারণ প্রধানমন্ত্রীর আশপাশে তৈল মর্দনকারী মোসাহেবরা ভিড় জমিয়ে আছে। এ ভিড় ঠেলে সত্যটা তার কাছে পৌছায় এ সাধ্য কার।
তাই প্রধানমন্ত্রী নিজে একজন নারী হয়েও তার ডিজিটাল যামানায়র ডিজিটাল ডিভাইসের অপব্যাবহার আর তার দলের গুণ্ডা পাণ্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। অনেকে আবার বলে থাকেন নিচ্ছেন না।
তবে আমাদের ভুলে গেলে চলবে না যে, আওয়ামী লীগের যামানায় নারীরা কতটা অনিরাপদ। সামনের ভোটের সময় নিশ্চয় জনগন তা মনে রাখবেন। সে আশায় বুকে পাথর চাপা দিয়ে পার করছি ডিজিটাল সময়!
বড়ই নির্মম, নির্দয় এবং কষ্টের এই বহমান সময় যেন শেষ হতে চায় না।
বিষয়: রাজনীতি
১৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন