বধু সাঁজে কন্যার প্রতি বাবার উপদেশ
লিখেছেন লিখেছেন মুক্তিযোদ্ধার ভাগনে ২১ জুন, ২০১৫, ১০:৫০:৫৮ রাত
বাপ ছেড়েছো, মা ছেড়েছো, সাঁজাতে নতুন ঘর,
আত্মীয়-স্বজনের বাঁধন ছিড়েছো পেয়ে তোমার বর।
আল্লাহর তরে ঈমান এনে হবে প্রকৃত মুমিনা,
রাসূল (সা.)-এর উম্মত হতে মনে রাখবে না ঘৃণা।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে প্রতি দিনে-রাতে,
অর্থ বুঝে কুরআন পড়লে থাকবে সুখে মেতে।
আল্লাহর উপর ভরসা করে প্রচেষ্টা চালাবে,
সৎ পথে থাকতে স্বামীকে প্রেরণা যোগাবে।
অল্প তুষ্টে থাকবে সদা লোভ করবে না বেশী,
অধিক লোভে সর্বনাশ নিশ্চিত পড়তে হবে ফাঁসী।
নতুন সংসারের মেহমান তুমি হয়েছ নববধু,
পরকে আপন করে নিবে ভাষায় রাখবে মধু।
শশুড়-শাশুরি, দেবর-ননদ থাকে যদি ঘরে,
আপন করে নিবে তাদের, তোমার মুখের ব্যবহারে।
ব্যথা দিবে না তাদের মনে যতই থাকো দুঃখে,
তাদের দোয়া পেলে তোমরা সবাই থাকবে সুখে।
আল্লাহর খলিফার দায়িত্ব পালনে এসেছ এদুনিয়াতে,
কুরআনের পথে ডাকবে মানুষকে সুখ পাবে আখেরাতে।
স্বার্থ ত্যাগে ব্রতী হয়ে সমাজে কায়েম করবে দ্বীন,
রাসূল (সা.)-এর কাফেলার সাথী হবে দ্রুত ফুরিয়ে যাচ্ছে দিন।
ধন্য হউক তোমার নারীত্ব হে জননী, মমতাময়ী মা,
বিপদে-আপদে ধৈর্য্য রাখবে তোমার প্রভূকে ভুলবে না।।
বিষয়: সাহিত্য
১৬৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ চাচাজান ।
মন্তব্য করতে লগইন করুন