ঐ ব্যক্তির চাইতে কে উত্তম?

লিখেছেন লিখেছেন মুক্তিযোদ্ধার ভাগনে ১০ এপ্রিল, ২০১৫, ০৮:৫১:২৮ সকাল

নিশ্চয়ই যারা বলেঃ আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর (উহার উপর) অটল-অবিচল থাকে তাদের নিকট অবর্তীণ হয় ফেরেশতা এবং বলেঃ তোমরা ভীত হয়ো না, চিন্তিত হয়ো না এবং (আল্লাহর পক্ষ থেেক) তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার সুসংবাদ পেয়ে আনন্দিত হও। আমরাই তোমাদের বন্ধু, দুনিয়ার জীবনে এবং আখেরাতে; সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা চাইবে। এটা হলো ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে আপ্যায়ন।

ঐ ব্যক্তি হতে কথায় কে উত্তম, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎ কর্ম করে এবং বলেঃ আমি আত্মসমর্পণকারী (মুসলিম)-দের অন্তর্ভুক্ত।

ভাল এবং মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত কর উৎকৃষ্ট দ্বারা; ফলে, তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধুর মত।

এই গুণের অধিকারী করা হয় শুধু তাদেরকেই যারা ধৈর্যশীল, এই গুণের অধিকারী করা হয় শুধু তাদেরকে যারা মহাভাগ্যবান।

যদি (সৎ কর্ম সম্পাদনের সময়) শয়তানের কুমন্ত্রনা তোমাকে প্ররোিচত করে, তবে আল্লাহর আশ্রয় নিবে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (সূরা হা-মীম-আসসাজদাহ: ৩০-৩৬)

"যারা আমার আয়াতসমূহ বিকৃত করে তারা আমার অগোচরে নয়।

শ্রেষ্ঠ কে? যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে, না যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে সে! তোমাদের যা ইচ্ছা কর; তোমরা যা কর কিনি কার দ্রষ্টা। যারা তাদের নিকট কুরআন আসার পর তা প্রত্যাখ্যান করে (তারা কঠিন শাস্তিতে ভুগবে) এটা অবশ্যই এক মহিমাময় গ্রন্থ। কোন মিথ্যা এতে অনুপ্রবেশ করবে না-অগ্র হতেও নয়, পশ্চাত হতেও নয়। এটা প্রজ্ঞাবান, প্রশংসনীয় আল্লাহর নিকট হতে অবতীর্ণ। (আর তুমি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে চাইলেই) তোমার সম্পর্কে তাই বলা হয়, যা বলা হতো তোমার পূর্ববর্তী রাসূলদের সম্পর্কে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাস্তিদাতা।"(সূরা হা-মীম-আস -সাজদাহ: ৪০-৪৩)।

সুমহান আল্লাহ আমাদের সকল মানবজাতিকে তার পবিত্র বাণীসমুহ সঠিকভাবে বুঝে সে অনুযায়ী বাস্তব জীবন পরিচালনার তাওফীক দিন। আমিন।

বিষয়: সাহিত্য

১৬২৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314079
১০ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৬
255102
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো। মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
১০ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৬
255103
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো। মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
314083
১০ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৩
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : মুমিন জীবনের সম্বল ।
১০ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৮
255104
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : জি ভাই, সেটাই। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
314096
১০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ঐ ব্যক্তি হতে কথায় কে উত্তম, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎ কর্ম করে এবং বলেঃ আমি আত্মসমর্পণকারী (মুসলিম)-দের অন্তর্ভুক্ত।

আল্লাহ যেন আমাদেরকে উত্তম ব্যক্তি হবার তৌফিক দান করেন। আমিন।
১০ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৯
255105
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : ছুম্মা আমিন। জাযাকিল্লাহ খাইরান।
314106
১০ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০০
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
১০ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৪
255106
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : আলহামদুলিল্লাহ। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। আমার ব্লগবাড়ীতে নতুন হিসাবে আগমনের জন্য আপনাকে স্বাগতম। জাযাকাল্লাহ বি খাইরান।
314127
১০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০১
শেখের পোলা লিখেছেন : আমিন৷ ধন্যবাদ৷
২৮ এপ্রিল ২০১৫ রাত ০১:০৩
258399
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : ছুম্মা আমিন। আমার ব্লগে এসে মন্তব্য করাতে আপনাকে অনেক ধন্যবাদ। জাঝাক আল্লাহ বি খাইর।
317076
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমীন ইয়া রব। সুন্দর লেখা।
২৮ এপ্রিল ২০১৫ রাত ০১:০৫
258400
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : ছুম্মা আমিন ইয়া রব্বাল আলামিন। ব্লগে এসে সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File