" স্বাধীনতা''
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ৩০ মার্চ, ২০১৩, ১০:৩৯:২৫ রাত
স্বাধীনতা কি অন্যের অধিকার হরণ করা
প্রতি পক্ষকে সমূলে নির্মূল করা,
ঘুমন্ত মানুষের উপর গুলি চালিয়ে মারা
নাকি নির্বিচারে গুলি করে গণহত্যা করা?
স্বাধীনতা কি বাক্শাল দিয়ে গণতন্ত্র কবর দেয়া
মিথ্যা দিয়ে সত্যের কবর রচনা করা,
নাস্তিক মুরতাদ ধর্মদ্রুহী লালন করা
আর ওলামা মাশায়েখদের জেলে ভরা?
স্বাধীনতা কি কাউকে ভিটে-মাটি ছাড়া করা
নিজেদের বিলাস বহুল বাড়ি-গাড়ি করা,
প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্টান গৃহে আগুন দেয়া
নাকি লুট-পাট চুরি-ডাকাতি করা?
স্বাধীনতা কি জুলুম নির্যাতন করা
নিজেদের অপকর্ম অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়া,
মিথ্যা মামলা টোকে প্রতিপক্ষ জেল হাজতে ভরা
রিমান্ডের নামে অমানবিক নির্যাতন করা?
স্বাধীনতা কি গুম খুন কিংবা ধর্ষণ করা
নাকি প্রতিবাদী কন্ঠ স্তব্দ করা,
কি মসজিদ মাদ্রাসায় তালা দেয়া
নাকি অপসংস্কৃতি উম্মোক্ত করা?
স্বাধীনতা কি বন্দুকের নল ঠেকিয়ে গুলি করা
প্রতিপক্ষের চোখ উপড়ে ফেলা,
লাশের উপর নৃত্য প্রদর্শন করা
নাকি কারো বাবার দেশ মনে করা?
স্বাধীনতা কি ইসলামের আলো নিভিয়ে দেয়া
নাকি আল্লাহ ও রাসুলের নামে কটুক্তি করা,
আল্লাহর উপর আস্থাও বিশ্বাস মুছে ফেলা
ধর্মহীন শিক্ষানীতি জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া?
স্বাধীনতা কি কেবল শহীদ ব্যধিতে ফুল দেয়া
এক এক দিবসে খালি পায়ে শুধু কি পথ চলা,
কিংবা বোবার মত এক মিনিট নীরবে দাড়িয়ে থাকা
অথবা দিবসে উৎসবে অনুষ্ঠানে স্বরণ করা?
স্বাধীনতা কি কোন পন্য সামগ্রী
রাজনীতির নামে কেবল ব্যবসা করা,
পাওয়া শুলক মুক্ত বিলাস বহুল গাড়ী
জনগণের অর্থে আকাশ চুম্বী বাড়ী?
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন