মানবোনা কোন বাধা
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৪ মার্চ, ২০১৩, ০৭:১৬:৩১ সন্ধ্যা
আসুক যত ঝড় তুফান সাইক্লোন
মানবো না কোন বাধা এখন,
রাসুলের আর্দশ করে অনুস্বরন
আল্লাহর হাতে জীবন করেছি সর্ম্পন।
কালেমা শাহাদাতের শপত করেছি গ্রহন
ছেড়েছি বাড়ি-ঘর আত্বিয় স্বজন,
কালেমার বিজয় নিশান উড়াতে
প্রস্তুত মোরা জান-মাল কুরবানী দিতে।
কোন তাগুতের সামনে নোয়াবনা মাথা
আল্লাহর সামনে লুটিয়ে দেবো সেজদা,
তাহারই নাম হৃদয়ে গাঁথা
পারবে না মুছে দিতে বুলেট বোমা।
মানবো না কোন বাধা এখন
জীবন দিতে শিখেছি যখন,
মুজাহিদের রক্তে ভিজেছে ভূবন
মোমিনের মনে জেগেছে জাগরন।
তোমাদের বুলেট বোমা মেশিন গান
শ্বানিত করবে মোমিনের তলোয়ার ঈমান,
সাবধান হয়ে যাও মানবরুপি শয়তান
পথ খোঁজে পাবেনা পালাবার।।
বিষয়: বিবিধ
১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন