বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভোট আসলে কত..? আওয়ামীলীগ জামায়াতের উপর যে নির্যাতন করেছে সে নির্যাতন আওয়ামীলীগের উপর করলে তাদের অবস্থান কেমন হতো

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৭ জানুয়ারি, ২০১৯, ০৬:৩৯:৪৫ সন্ধ্যা

আওয়ামীলীগ জামায়াতে ইসলামীর উপর যে নির্যাতন করেছে সে নির্যাতন আওয়ামীলীগের উপর কোন সরকার করলে তাদের অবস্থান কেমন হতো..? সারা দেশে জামায়াতের অফিস বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কর্মকান্ড বন্ধ ১০টি বছর। গনতন্ত্রের রক্ষক আওয়ামীলীগ এর জন্য খুবই গর্বের বিষয় তথা গৌরবের মনে করেন।

আজ থেকে প্রায় ২৭ বছর পূর্বে ১৯৯১ সালের নির্বাচনে ২ শতাধিক আসনে জামায়াত ১২.১৩ শতাংশ ভোট পান। মনমোহনদের হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সমর্থক ২৫% (অর্থাৎ ৪ কোটি)। মাহমুদুর রহমান তার এক লেখায় উল্লেখ করেছেন দেশে জামায়াতের ভোট ৭-৮ শতাংশ তথা ১ কোটির উর্ধ্বে।

জামায়াতের প্রকৃত ভোট ব্যাংক কত তা নিরুপন করা কঠিন। কারন সত্যিকার অর্থে কোনো নির্বাচনেই দেশের সবগুলো আসনে দলটি অংশ নেয়নি। একমাত্র ১৯৯৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলাম সবগুলো আসনে অংশ নিলেও কৌশলগত কারনে নৌকা ঠেকাতে তারা অধিকাংশ আসনে ধানের শীষে ভোট দেয়।

আজ থেকে ২৭ বছর পূর্বে ১৯৯১ সালের নির্বাচনে ২ শতাধিক আসনে ১২.১৩ শতাংশ ভোট পেলেও তাদের জনসমর্থন ছিল আরো বেশি। কারন ৯১ এর নির্বাচনে ১০০’র মত আসনে জামায়াতের কোনো প্রার্থী ছিল না। তাছাড়া ২০০’র মত আসনে জামায়াতের দলীয় প্রার্থী থাকলেও বাছাইকৃত কিছু আসন ছাড়া অন্যান্য আসনে নৌকা ঠেকাতে তাদের ভোট যায় বিএনপির ঘরে।

যে কারনে অনেক আসনে ৯১ এর নির্বাচনে জামায়াতের নির্বাচনী সমাবেশে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার লোক হলেও ভোট পায় মাত্র ২/৩ হাজার। অর্থাৎ বরাবরের মতই আওয়ামী বিরোধী সেন্টিমেন্টের কারনে নৌকা ঠেকাতে জামায়াতের লোকেরাও বিএনপিকে ভোট দিয়েছিল।

মূলত জামায়াতের সমর্থন তখন আরো বেশি ছিল। আর ২৭ বছরে নিশ্চয়ই তাদের সমর্থন আরো বেড়েছে। তাছাড়া অনেকেই চান জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসুক। কিন্তু প্রপাগান্ডার কারনে অনেকেই মনে করেন জামায়াত ক্ষমতায় যেতে পারবে না তাই ভোট দিয়ে লাভ কি?

বিগত নির্বাচনের তুলনায় প্রতি নির্বাচনেই প্রধান ইসলামী দল জামায়াতের মোট ভোট বেড়েছে। ১৯৮৬ সালের নির্বাচনে ৪.৬০ শতাংশ ভোট পেয়ে জামায়াত আসন পায় ১০টি, ১৯৯১ সালের নির্বাচনে ১২.১৩ শতাংশ ভোট পেয়ে আসন পায় ১৮টি, ১৯৯৬ সালে প্রাপ্ত ভোট ছিল ৮.৬১ শতাংশ। ২০০১ সালে ৪.২৯ শতাংশ ভোট পেয়ে আসন পায় ১৭টি আর ২০০৮ সালে ৩৮টি আসনে ৪.৬০ শতাংশ ভোট পেয়েও জামায়াত পেয়েছে ২টি আসন। তবে গত নির্বাচনে ৩৮ টি আসনে নির্বাচন করে প্রতি আসনে গড়ে ৮৮ হাজারের উপরে ভোট পায় যা কিনা বিগত ২০০১ এর নির্বাচনে তাদের প্রাপ্ত ভোটের অধিক।

অনেককে দেখা যায়, বিভিন্ন বক্তব্যে কিংবা লেখায় জামায়াতের সমর্থন ৪-৫ শতাংশ বলে উল্লেখ করতে। যা মোটেই তথ্যনির্ভর নয়। কারন বিগত ২টি নির্বাচনে জামায়াত ৪০টিরও কম আসনে তাদের দলীয় প্রার্থী দেয়। সারাদেশেই দলটির সাংগঠনিক ও সমর্থন থাকায় ৪০ আসনের প্রাপ্ত ভোটের বাইরে অন্যান্য আসনে তাদের অবস্থানকেও বিবেচনায় রাখতে হবে। বিশেষ করে, দেশের সীমান্তবর্তী ৩১টি জেলার প্রায় দেড় শতাধিক আসনের অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী বরাবরই বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে।

এক্ষেত্রে কারন হিসেবে যেটা দেখা যায়, সীমান্তবর্তী ৩১ টি জেলার প্রায় দেড়শ’ আসনেই জামায়াতের আছে একটা ভালো ভোট ব্যাংক। যা আওয়ামী লীগের পরাজয়ের ব্যবধান বরাবরই বাড়াতে সক্ষম হয়েছে। প্রকৃত বিচারে দেশের বিগত নির্বাচনী ফলাফলগুলো বিবেচনা করলে দেখা যায়, জামায়াতে ইসলামীর সমর্থন ২০ শতাংশের বেশি অর্থাৎ চার কটির কম নয়।

আর বর্তমানে এই সংখ্যা আরো বহু বাড়ারই সম্ভাবনা বেশী। বৈধ আর অবৈধ পন্থায় যে কোন ভাবে নির্বাচিত হতেই হবে এই নিয়ম ইসলাম বিরুধী আওয়ামীলীগে তা বৈধ হলোও জামায়াতে ইসলামীর কাছে তা সর্ব অবস্থায় অবৈধ এবং হারাম।

বিষয়: বিবিধ

২৬৯২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386320
১০ জানুয়ারি ২০১৯ দুপুর ০১:১১
আমি আল বদর বলছি লিখেছেন : সত্য ন্যায়ের এই কাফেলা টিকে থাকবে কেয়ামত পর্য্যন্ত , এই নির্বাচনে শেখ হাসিনা কি ব্যবহার করেছে রাস্ট্রের সাথে সেটা একেবারেই দিনের আলোর মতো পরিস্কার হয়ে গিয়েছে জাতির সামনে!


ইনশাল্লাহ স্বৈরচারা শেখ হাসিনার পতন হবে জামাত শিবির আবারও মাঠে আল্লাহু আকবার ধন্নিতে কাপাবে রাজপথ।


অপেক্ষা এবার নতুন এক সৃর্য্য উঠার
০৩ মার্চ ২০১৯ রাত ১১:০৭
318337
কুয়েত থেকে লিখেছেন : বিজয় মুমিনদের হবেই। মহান আল্লাহ তায়ালার ওয়াদা وكان حقا علينا نصر المؤمنين আপনাকে অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File