আওয়ামীলীগ প্রিয় বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করছে, যা পাকিস্তানের সৈরাচারিরাও করতে সাহস করেনি। বঙ্গবন্ধু শেখ মুজিব এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কি জন্য
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ৩১ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৫:৫৮ দুপুর
প্রিয় বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম করতে গিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সূফল এই জাতি পায়নি শুধূ মাত্র অসৎ এবং অযোগ্য লোকের নেতৃত্বের কারনে।
যারাই এদেশ শাসন করেছে কেউ ইসলামকে প্রধান্য দেয়নি ৯০% মুসলমানের এই দেশটিকে। বরং অনেক নেতার মূখেই শুনেছি ইসলামের জন্য এইদেশ স্বাধীন করা হয়নি। তাহলে কেন স্বাধীনতা,,? কমিনিজম, ধর্মনিরপেক্ষতা, ধর্মহীন বির্ধমীয় অপসাংস্কৃতি প্রতিষ্ঠার জন্যইকি এই দেশটি স্বাধীন হয়েছে! কি দরকার ছিল এই স্বাধীনতার..? ১৯৪৭ সালের র্পূবের মতো ভারতের সাথেই তো থাকা যেত।
মুসলিম এবং ইসলামের নামেইতো আমরা বৃটিশ থেকে স্বাধীনতা লাভ করেছিলাম। আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমাদের নেতারা ইসলামকেই বিধায় করতে তত্পর ছিল। যার জন্য মাত্র ২৩ বৎসরের মধ্যই আরেকটি স্বাধীনতার জন্য আমাদেরকে লড়তে হলো এবং লক্ষ লক্ষ লোক শহীদ হলো।
বাংলাদেশ আল্লাহর নেয়ামতে ভরপুর একটি দেশ যে দেশে আল্লাহর সকল নেয়ামত দিয়ে মালামাল করে রেখেছেন। এবং স্বাধীনতার নেয়ামতও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাশমির এখনো তাদের স্বাধীনতার জন্য লড়ছে সে ১৯৪৭ সাল থেকে।
আল্লাহ না করুন এই দেশ যেন সিরিয়া, পিলিস্তিন, ইরাক না হয়। আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতা পেয়েছি কিন্তু মানুষের অধীকার কোথায়..?
১৯৭০ সালের নির্বাচনের সময়ে যদি পাকিস্তানের মুসলিমলীগ আজকের আওয়ামীলীগের মতো আচরন করতো তাহলে বঙ্গবন্ধুর আওয়ামীলীগ কতটি আসন পেতো..? বেশি আসনতো মুসলিমলীগই পাওয়ার কথা ছিল যেহেতু তারা ক্ষমতায় ছিল। কিন্তু আওয়ামীলীগের মতো অসব্য অবৈধ অগনতান্ত্রিক দূঃসাহস পাকিন্তান করতে পারেনি।
বিষয়: বিবিধ
৮৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেভাবে সব কিছু সেটআপ করে রেখেছে তাতে বোঝা যাচ্ছে যে আগামী ৫০ বছর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর কোন শক্তি নেই বাংলাদেশে।
যদি না আল্লাহ ভিন্ন কিছু ইচ্ছা করেন
মন্তব্য করতে লগইন করুন