ইসলাম একটি পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ জীবন বিধান এর নাম ইসলামেই রয়েছে সকল সমস্যার সমাধান তাই রাজনীতি ও ইসলামে ফরজ

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৭ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৬:৫৮ সকাল

ইসলামী রাজনীতি কেন করবেন ?

অন্তত পক্ষে ৬টি কারণে ইসলামী রাজনীতি

করতে হবে--

১) ইসলামী রাজনীতি/আন্দোলন করা ফরজ।

(সুরা- শুরা আয়াত ১৩)

২) জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে- জান্নাত লাভ ও গোনাহ মাফের জন্য । ( সুরা-আস্ সফ ১০-১৩)

৩) এ কাজের জন্য রাসুল (সঃ) কে পাঠানো হয়েছিল, সুতরাং এটা নবীওয়ালা কাজ।(সুরা আস্ সফ-৯)

৪) সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের দায়িত্ব পালনের জন্য ।(সুরা আল ইমরান ১০৪ ও ১১০)

৫) ইসলামী আন্দোলনের কাজ সর্বোত্তম কাজ।

(সুরা হা মীম আস সিজদা-৩৩)

৬) মুনাফিকের মৃত্যু থেকে বাঁচার জন্য ।

(মুসলিম শরীফের হাদীস, সুত্র-কুরআন ও হাদিস

সঞ্চায়ন ১ম খন্ড পৃষ্ঠা -৯৯)

আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলামী আন্দোলন

বুঝে করার মধ্য দিয়ে এই দেশে কালিমার পতাকা

উড়ানোর তাওফীক দিন এবং আল্লাহর সন্তুষ্টির

অর্জন করে জান্নাতে যাওয়ার তাওফিক দিন।

আমীন......

বিষয়: বিবিধ

৮৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386249
১৭ ডিসেম্বর ২০১৮ দুপুর ০২:১৪
হারেছ উদ্দিন লিখেছেন : মাশা-আল্লাহ সুন্দর লিখেছেন রেফারেন্স সহ, ধন্যবাদ
১৭ ডিসেম্বর ২০১৮ দুপুর ০২:৪৬
318153
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ে মন্তব্য করার জন্য
386292
০১ জানুয়ারি ২০১৯ রাত ১১:১৩
কুয়েত থেকে লিখেছেন : সিরাজউদ্দৌলা যখন পরাজিত হয়, স্বাধীন বাংলার সূর্যাস্ত যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তারা শুধু থুথু দিলেও ইংরেজরা বন্যায় ভেসে যেতো। কিন্তু তাদের ভয় পেয়ে বসেছিল।

মঙ্গোলীয়রা এতটাই বর্বরতা দেখাতো যে মুসলিমরা ভয়ে কোনো কথাই বলতো না। মাঝে মাঝে এমনও হয়েছিল- কোনো মুসলিমকে বলেছে এখানে দাঁড়িয়ে থাকবি, আমি অস্ত্র এনে তোমাকে খুন করবো, সে ভয়ে সেই স্থান ত্যাগ করে যায়নি, মৃত্যুই বরণ করেছে।

একবার এক মঙ্গোলীয় মহিলা পুরুষ সেজে একাই অনেক মুসলিম পুরুষকে তলোয়ার দিয়ে হত্যা করছিল। ভয় এতোটাই চেপে বসেছিল যে মুসলিমরা রুখে দাঁড়ানোর সাহস পর্যন্ত করেনি। খুন করতে করতে এক পর্যায়ে ওই মহিলার শিরস্ত্রাণ খুলে পড়লে মুসলিমরা দেখতে পেল এই যোদ্ধা একজন মহিলা মাত্র। এরপর তারা রুখে দিল এবং ওই মহিলাকে মুহুর্তেই হত্যা করে ফেলল। জ্বি, ভয় এটাকেই বলে, বর্বরতার ভয়।

আজ বাংলাদেশের নির্বাচনে ঠিক তেমনই একটি দৃশ্যপট। আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতায় জনগণ এতটাই ভীত যে ভোট দিতে নিষেধ করলে বেশিরভাগই চলে আসে, নৌকায় প্রকাশ্যে ভোট দিতে বললে সাহস করে কথা বলতেও পারছিল না। বিরোধী দলের এজেন্টদের ঢুকতে বাধা দিলে জীবনের ভয়ে পালিয়ে এসেছে সেন্টার থেকে।

ব্যস, এক বর্বরতার ভয় দিয়েই তেমন খুনোখুনি ছাড়াই ডাকাতিময় এক নির্বাচন সম্পন্ন হল।

গুড লাক বাংলাদেশ, গুড লাক "নন্দলাল" বাংলাদেশী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File