টংগী মাঠে এ সন্ত্রাসের দায় কার..? এই হামলার নাটেরগুরু কারা...? আর কোনপথে এর সঠিক সমাধান..?
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০২ ডিসেম্বর, ২০১৮, ১১:১১:৪৯ সকাল
টঙ্গী বিশ্ব এজতেমা মাঠে যা হয়ে গেল, তা স্রেফ নৃশংষ হামলা ও রক্তপাতমূলক আক্রমন ছাড়া কিছু নয় ৷ বিবাদমান দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা হাতাহাতি পর্যায়ের কিছু না ৷ এমন কি এটাকে লাঠালাঠিও বলা যায় না , বরং সুপরিকল্পিত একটি আক্রমন ছিল এটি ৷
এটা অস্বীকার করার উপায় নেই, দুদিন ধরে তাবলীগের সাথীদের পাশাপাশি ঢাকার অনেক মাদরাসা থেকে ছাত্ররা টঙ্গী মাঠে গিয়েছিল ৷ তাদের উদ্দেশ্য ছিল, একদিকে বিশ্ব-এজতেমার কাজে অংশগ্রহণ করা ৷ সেই সাথে এতাআতীদের জোড় যেন না হতে পারে সেজন্য ময়দানে নিজেরা অবস্থান করা ৷ কিন্তু কোনোভাবেই সেটা আক্রমণাক্মক পরিকল্পনা, প্রস্তুতি বা পদক্ষেপ ছিল না ৷ উপরন্তু গতকাল যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের আগে টঙ্গী মাঠের সকল অনুষ্ঠান স্থগিত ঘোষনা করা হয় তাতে রাতের বেলা অনেক ছাত্র ফিরে যায় ৷ সাথীরাও অনেকে ফিরে যায় ৷
কিন্তু এতাআতীদের পরিকল্পনা ছিল ভিন্ন রকম ৷ তারা তাদের জোড় টঙ্গীতেই করতে বদ্ধপরিকর থাকে ৷ সে আলোকে সারা দেশ থেকে গত রাতেই সকল সাথীদেরকে রাজধানীর বিভিন্ন মসজিদে জমায়েত করে এবং ভোরবেলা টঙ্গী মাঠের বিভিন্ন প্রবেশ পথে গিয়ে অবস্থান নেয় ৷ সঙ্গত কারণেই ভিতরের সাথী ও ছাত্রদের তুলনায় তাদের সংখ্যা ছিল অনেক বেশি ৷ দীর্ঘ একটা সময় পর্যন্ত তারা তাবলীগের সাথীদের মতই প্রবেশপথে বসে বসে সময় কাটায় এবং জিকির আযকারে লিপ্ত থাকে ৷ ভিতর-বাহির সব দিকেই যিকিরের পরিবেশ বিরাজ করে ৷ কিন্তু বেলা এগারোটার দিকে অতর্কিতে তারা একযোগে হামলে পড়ে ৷ সাধারণ মানের গেটের বাধা সহজেই ভেঙ্গে পড়লে অনেকটা বিনা বাধায় তারা মাঠে ঢুকতে সক্ষম হয় ৷ ঢুকার মুহুর্তেই দেখা যায় হামলাকারী অগ্রবর্তি প্রত্যেকের হাতে মাঝারি মানের লাঠি এবং রড ৷ রড আর লাঠি দিয়ে ভিতরে অবস্থানকারীদেরকে নৃশংসভাবে আঘাতের পর আঘাত করতে থাকে ৷ তাদের এই আক্রমনের ধরণ দেখে স্পষ্টই বোঝা যায় তারা মূলত আজ জোড় করতে টঙ্গী যায়নি, গিয়েছিল হামলা এবং হতাহত করতে ৷ তাদের সকলে না হলেও উল্লেখযোগ্য একটা অংশ যে এই সন্ত্রাষী পরিকল্পনা নিয়ে গিয়েছিল এটা তাদের হামলা ও হতাহতদের অবস্থা দেখে প্রমাণ হয় ৷ আশা করা যায়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সকল দায়ীগণ শুধু জোড়ে অংশ নিতে এসেছিলন, আজকের ঘটনা স্বচক্ষে দেখার পর তাদের অনেকেরই ভুল ভাঙবে ৷
প্রশ্ন হল, সরকারীভাবে টঙ্গীর সমস্ত অনুষ্ঠান বাতিল ঘোষনার পরও এভাবে দীর্ঘ সময় নিয়ে পরিকল্পিত একটি হামলাযজ্ঞ কীভাবে প্রশাসনের নাকের ডগায় পরিচালিত হল? অপরিকল্পিত মারামারি হলে ইটাইটি, লাঠালাঠি হত, কিন্তু এভাবে সাইজ করা লাঠি আর রড দিয়ে হামলা হত না ৷
এ সন্ত্রাসের দায় কার? ঠান্ডা মাথার এই হামলার প্রকৃত নাটেরগুরু কে?
তার চেয়েও গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা- এ সমস্যার সমাধান কোনপথে…? আমরা মনে করি ২ পক্ষকেই এর দায় নিতে হবে। ইসলাম ঐক্যের কথা বলে এবং ঐক্যবদ্ধ থাকাটাই ফরজ।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১) বিডিআর বিদ্রোহ
২) সাগর- রুনি হত্যা
৩) জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন
৪) খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ
৫) শেয়ার বাজার লুট
৬) হলমার্ক কেলেংকারী
৭) ডেসটিনি ইউনি পে সহ বিভিন্ন MLM কোম্পানির লুটপাট
৮) আশুলিয়ায় ব্যাংক ডাকাতি
৯) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট
১০) সীমান্তে ফেলানী হত্যা
১১) রানা প্লাজা ট্র্যাজেডি
১২) রানা প্লাজায় রেশমা উদ্ধার নাটক
১৩) শাপলা চত্বরে হেফাজত হত্যা
১৪) একেরপর এক নাস্তিক ব্লগার হত্যাকান্ড
১৫) সুরঞ্জিতের কালো বিড়াল এবং পদ্মা সেতুর আবুল হোসেন
১৬) ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য বিরোধীদলীয় নেতাকর্মী গুম
১৭) নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭খুন
১৮) নাটোরে উপজেলা চেয়ারম্যান ও নরসিংদীতে নিজ দলীয় পৌর মেয়রকে প্রকাশ্য দিবালোকে হত্যা
১৯) সারাদেশে বিরোধীদলীয় অসংখ্য নেতাকর্মী খুন
২০) বিএনপি নেতা সালাউদ্দিন অপহরণ
২১) ৫ই জানুয়ারির বিতর্কিত জাতীয় নির্বাচন
২২) যুদ্ধাপরাধের বিতর্কিত বিচার
২৩) শাহবাগে নাটক মঞ্চস্থ করে বিচারের রায় পরিবর্তন
২৪) ভারতকে বিতর্কিত ট্রানজিট
২৫) দৈনিক আমারদেশ বন্ধ ও নির্যাতিত মাহমুদুর রহমান
২৬) চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও পীস টিভি বন্ধ
২৭) জালিয়াতির রেকর্ড ভঙ্গকারী স্থানীয় সরকার নির্বাচন
২৮) বিতর্কিত শিক্ষানীতি ও পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মহোৎসব
২৯) লতিফ সিদ্দিকীর ধর্ম অবমাননা
৩০) সংখ্যালগু ও বিদেশীদের উপর পরিকল্পিত হামলা
৩১) সাদা পোষাকে গ্রেফতার করে ক্রসফায়ার
৩২) কুমিল্লায় তনু হত্যা
৩৩) বাঁশখালীতে ঝুঁকিপূর্ণ কয়লা বিদ্যুৎকেন্দ্র
৩৪) এসপি বাবুল আক্তারের করুণ পরিণতি
৩৫) গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা
৩৬) গেন্ডারিয়ায় মসজিদ নির্মানে বাধা
৩৭) রামপালে বিতর্কিত বিদ্যুৎকেন্দ্র
৩৮) জুমার নামাজে সরকারী খুতবা
৩৯) বদরুল কর্তৃক খাদিজা কোপানো
৪০),জঈী নাটক ।
আর সদ্য রিলিজার সিরিয়াল....
ধর্ষণ ধর্ষণ ধর্ষক আর....ধর্ষণ,
কোনটা রেখে কোনটা বলি।
.
পরিবর্তনের নামে কি এই ভয়াল দূঃশাসন?
এখানেই তার শেষ নেই,
যানা অজানা আরো অনেক ইতিহাসের কালো অধ্যায় ২০০৯-২০১৮থেকে আজ পর্যন্ত বাংলাদেশে মানুষ দেখেছে/দেখতেছে
আরো দেখবেন!!!
না সমাপ্তির পথ খুজবেন বাংলাদেশ? এখন সুষ্ঠ নিবার্চন দিলে কি ফাঁসি হতে পারে? তাই ভয় পাই নিবার্চন দিতে!
লাইক দিয়ে শেয়ার করুন।
এবং আপনাদের মতামত দিন।
আব্বাসীয় খলীফা হারুনুর রশীদ এর শাসন আমলে
বাহলুল নামে এক পাগল ছিল। যে অধিকাংশ সময়
কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায়
একদিন বাদশাহ হারুনুর রশীদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন।
বাদশাহ তাকে ডেকে বললেন, 'বাহলুল ! ওহে
পাগল ! তোমার কি আর জ্ঞান ফিরবে না ?
বাহলুল বাদশাহর এ কথা শুনে নাচতে নাচতে গাছের
উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে চিৎকার
দিয়ে বললেন- 'ওহে হারুন ! ওই পাগল ! তোর কি
কোনদিন জ্ঞান ফিরবে না ?'
বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন,
'আমি পাগল নাকি তুমি, যে সারা দিন কবরস্থানে বসে
থাকে?'
বাহলুল বললেন, 'আমিই বুদ্ধিমান।'
বাদশাহ বললেন, 'কীভাবে?'
বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন,
'আমি জানি এই রঙ্গীলা দালান ক্ষণিকের আবাসস্থল,
এবং এটি (কবরস্থান) স্থায়ী নিবাস। এজন্য আমি মরার
পূর্বেই এখানে বসবাস শুরু করেছি। অথচ তুই গ্রহণ
করেছিস ঐ রঙ্গীনশালাকে আর এই
স্থায়ীনিবাসকে (কবর) এড়িয়ে চলছিস। রাজপ্রসাদ
থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই
জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল,
আমাদের মধ্যে কে পাগল ?'
বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহর অন্তর
কেঁপে উঠল, তিনি কেঁদে ফেললেন। তাঁর দাড়ি
ভিজে গেল। তিনি বললেন, 'খোদার কসম ! তুমিই
সত্যবাদী। আমাকে আরও কিছু উপদেশ দাও!'
বাহলুল বললো, 'তোমার উপদেশের জন্য
আল্লাহর কিতাবই যথেষ্ট। তাকে যথার্থভাবে
আকড়ে ধর।'
'তোমার কোন কিছুর অভাব থাকলে আমাকে বল,
আমি তা পূরণ করবো' বললেন বাদশাহ।
বাহলুল বললেন, 'হ্যা, আমার তিনটি অভাব আছে।
এগুলো যদি তুমি পূরণ করতে পার তবে সারা জীবন
তোমার কৃতজ্ঞতা স্বীকার করব।'
বাদশাহ বললেন, 'তুমি নিঃসঙ্কুচে চাইতে পার।'
বাহলুল: 'মরণের সময় হলে আমার আয়ূ বৃদ্ধি করতে
হবে।'
বাদশাহ: 'আমার পক্ষে সম্ভব নয়।'
বাহলুল: 'আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা
করতে হবে।'
বাদশাহ: 'আমার পক্ষে সম্ভব নয়।'
বাহলুল: 'আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে
এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে।'
বাদশাহ: 'আমার পক্ষে এটাও সম্ভব নয়।'
বাহলুল বললেন, 'তবে জেন রাখ, তুমি বাদশাহ নও বরং
তুমি অন্য কারও অধীনস্থ। অতএব তোমার কাছে
আমার কোন চাওয়া বা প্রার্থনা নেই।'
# শিক্ষা :
আল্লাহ তা‘আলা আমাদেরকে তাঁর আনুগত্য, তাঁর
দাসত্ব করার তাওফিক দান করুন। আমরা একমাত্র তাঁরই
গোলাম, তাঁরই অধীনস্থ। সুতরাং, যা কিছু চাওয়ার
কেবলমাত্র তাঁর কাছেই চাইতে হবে।
মন্তব্য করতে লগইন করুন