সুলতানা কামালের মাতা বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হলো। চেতনায় উজ্জীবিত মুক্তিযুদ্ধা
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৫ নভেম্বর, ২০১৮, ০৮:১৭:৪৫ সকাল
২০ নভেম্বর সুলতানা কামালের মাতা সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হলো।
তিনি মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে লিখেছিলেন আটটি কবিতা।
এই আটটি কবিতা হলো :
নির্ভীক মহাপ্রাণ (মাহেনও, ডিসেম্বর ১৯৫২),
হে সিপাহসালার (মাহেনও, ১৯৫৩ ডিসেম্বর),
হে মহান নেতা (মাহেনও, ১৯৫৪ ডিসেম্বর),
হে মশালধারী ( মাহেনও, ১৯৫৫ ডিসেম্বর),
হে অমর প্রাণ (মাহেনও, ১৯৫৬ ডিসেম্বর),
করো নাকো সংশয় (মাহেনও, ১৯৫৭ ডিসেম্বর),
তোমার জন্মদিনে (পাক-সমাচার, ১৯৬৩ ডিসেম্বর),
স্মরণীয় (পাকিস্তানী খবর, ১৪ আগস্ট ১৯৬৬)।
.
মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে আর কোনো বাংলাভাষী কবি এত কবিতা লিখেছেন বলে আমাদের জানা নেই। এ দিক থেকে তাকে বলা যেতে পারে ‘পাকিস্তানপন্থী’ কবি। তার মৃত্যুদিবস পালনের সময় তার কাব্যচিন্তার এ দিকটির কথা কাউকে উল্লেখ করতে দেখা গেল না। কারন মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত লাগতে পারে। আর
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেতনা নিয়ে টানাটানি করা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী!!
মন্তব্য করতে লগইন করুন