বাস্তবতা'' এখন নাস্তিকদের পতন
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২২ মার্চ, ২০১৩, ০১:২৩:১২ দুপুর
বাম পন্থিরা হয়েছে এখন ক্ষিপ্ত
না পাওয়ার বেদনায় তারা আহত
আশা ছিল পাবে রাজত্ব
আজ সংকটে তাদের অস্থিত্ব
তাই ইসলামী দলের উপর অসন্তুষ্ট।
তাদের উত্তর শুরিরা নাকি ছিল বানর
ঘটনাক্রমে হয়ে গেল তারা মানব,
মাথা হতে যায়নি বিবর্তনের ভূত
কি করে পেতেপারে রাজত্ব?
আপনারাই এখন বলুনতো?।
এতিমের দল স্যাকুলার
পিতা হারিয়ে হয়েছিল যার যার,
মামা, মাষী দাদা বাবুর মদদে
সংঘবদ্ধ হলো আবার বাংলাদেশে।
লোভ বাড়ে ছাগল খেয়ে মেঁকড়ে
তাই বার বার আসে খেতে,
স্যাকুলারদের লোভ বেড়েছে
বাকশাল কায়েম করে।
এবার তারা তাড়াতে চায় সকলকে
জানেনা পালাবার পথ পাবেনা খোঁজে,
নির্মূল করতে চায় জামায়াত-শিবিরকে
যারা পালাবার পত রোদ্ধ করবে।
নাস্তিক স্যাকুলার মোনাফিক মুশরিক
ইসলামী দল নির্মূলে হয়েছে শরিক,
এসো হে প্রিয় বন্ধুগন!
মোরা থাকবোনা আর দিকবিদিক।
জেনে রাখো আল্লাহর যত দুশমন
তুমাদেরই হবে পতন,
রক্ষা করতে পারবেনা কোন আপনজন
হয়তো হবে মুসলমান নয়তো মঠকে দেব গর্দান।
প্রস্তুত হয়ে যাও যত আছো শয়তান।।
বিষয়: বিবিধ
১৪৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন