যাকাত ইসলামের ৫ম স্তম্ভের একটি, যে এটাকে অস্বীকার করবে সে কাফের। যে স্বিকার করে পালন করেনা সে ফাসেক। যাকাত কার উপর ফরজ এবং কত পারিমান সম্পদ হলে তা আদায় করবে
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৯ মে, ২০১৮, ০৪:৩৮:৫১ বিকাল
সাড়ে সাত তোলা স্বর্ণ এবং বায়ান্ন তোলা রুপার পরিমান সম্পদের মালিক যিনি হবেন তার উপর যাকাত ফরজ। এই সম্পদ তার কাছে এক বৎসর সময় অতিবাহিত হতে হবে। যাকাত ইসলামের ৫ম স্তম্ভের একটি, যে এই যাকাতকে অস্বীকার করবে সে কাফের হেয়ে যাবে। যে স্বিকার করে পালন করবেনা সে ফাসেক।
যাকাত কার উপর ফরজ এবং কত পারিমান সম্পদ হলে তা আদায় করবে নিসাব পরিমাণ সম্পদের মালিক সকল মুসলিম নর-নারীর উপর যাকাত প্রদান করা ফরয। কোন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর চাঁদের হিসাবে পরিপূর্ণ এক বছর অতিবাহিত হলে তার উপর পূর্ববর্তী বছরের যাকাত প্রদান করা ফরয।
যদি কোন ব্যক্তি যাকাতের নিসাবের মালিক হওয়ার পাশাপাশি ঋণগ্রস্ত হয়,তবে ঋণ বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর যাকাত ফরয হবে। যাকাত ফরয হওয়ার পর যদি কোন ব্যক্তি যাকাত প্রদান না করে অর্থ-সম্পদ খরচ করে ফেলে তাহলেও তার পূর্বের যাকাত দিতে হবে।
যাকাতের নিসাব রূপা ৫৯৫ গ্রাম (৫২.৫০ভরি) কিংবা স্বর্ণ ৮৫ গ্রাম (৭.৫০ ভরি) অথবা স্বর্ণ বা রূপা যে কোন একটির নিসাবের মূল্য পরিমাণ অর্থ-সম্পদ বা ব্যবসায়িক সামগ্রীকে যাকাতের নিসাব বলে।
কোন ব্যক্তির মৌলিক প্রয়োজন পূরণের পর যদি নিসাব পরিমাণ সম্পদ তার মালিকানায় থাকে এবং চন্দ্র মাসের হিসাবে এক বৎসর তার মালিকানায় স্থায়ী থাকে তাহলে তার উপর এ সম্পদ থেকে চল্লিশ ভাগের এক ভাগ যাকাত রূপে প্রদান করা ফরয।
মনে রাখতে হবে বছরের শুরু ও শেষে এ নিসাব বিদ্যমান থাকা জরুরী। বছরের মাঝখানে এ নিসাব পূর্ণ না থাকলেও যাকাত প্রদান করতে হবে। সম্পদের প্রত্যেকটি অংশের উপর এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয় বরং শুধু নিসাব পরিমাণের উপর বছর অতিবাহিত হওয়া শর্ত।
অতএব, বছরের শুরুতে শুধু নিসাব পরিমাণ অর্থ-সম্পদ থাকলেও বছরের শেষে যদি সম্পদের পরিমাণ বেশী হয় তাহলে ঐ বেশী পরিমাণের উপর যাকাত প্রদান করতে হবে। বছরের যে কোন অংশে অধিক সম্পদ যোগ হলে তা পূর্ণ এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয়।
যাকাত ফরয হওয়ার ক্ষেত্রে মূল নিসাবের উপর বছর অতিক্রম করা শর্ত। যাকাত, কুরবানী এবং হজ্ব এ সকল শরীয়তের বিধান সম্পদের মালিকানার সাথে সম্পৃক্ত।
বিষয়: বিবিধ
১৩৪৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাকাত ছাড়াও একের মালে অন্যের হক রয়েছে। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ লেখককে সময়োপযোগী পোস্ট করার জন্য
মন্তব্য করতে লগইন করুন