সাংবাদিকদের কাছে মাহাথির মুহাম্মদ বলেন , কোনো প্রতিশোধ নিতে চাই না। চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১০ মে, ২০১৮, ০৬:০৬:০২ সন্ধ্যা

ঐতিহাসিক বিজয় বিরোধী জোটের, মাহাথির মুহামমদ গড়লেন নতুন ইতিহাস। সাংবাদিকদের কাছে মাহাথির বলেন, কোনো প্রতিশোধ নিতে চাই না। চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আর আমরা বাংলাদেশে কি দেকতে পাচছি?

১০ মে,২০১৮ কুয়ালালামপুর: মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতুন হারাপান। ২২২টি আসনের মধ্যে পাকাতুন হারাপান ১২১টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। খবর সিএনএন ও এএফপির।

সরকার গঠনের জন্য নিয়ম অনুযায়ী ১১২টি আসনে জয় পাওয়ার দরকার ছিল। অন্যদিকে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল ৭৯টি আসন লাভ করেছে।

এই জয়ের মাধ্যমে মালয়েশিয়ায় নতুন ইতিহাস তৈরি হলো। ক্ষমতা হারাল দীর্ঘ ৬০ বছর ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনাল। এক সময় এই বারিসান ন্যাশনালের নেতা হিসেবেই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন মাহাথির।

দ্বিতীয় মেয়াদে রাজনীতিতে ফিরেই দাঁড়িয়ে গেলেন নিজের দলের বিপক্ষে। ৯২ বছর বয়সী এই মানুষটি দেখালেন অন্যরকম চমক। এ এক নতুন ইতিহাস। এ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো মালয়েশিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী দল।

মালয়েশিয়ায় এবারের সাধারণ নির্বাচন দেশটির ইতিহাসের ১৪তম। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকেই দেশটির রাষ্ট্রক্ষমতায় ছিল রাজনৈতিক জোট বারিসান ন্যাশনাল (বিএন)। ৬০ বছরেরও বেশি সময় ধরে এই জোট মালয়েশিয়া শাসন করেছে। মাহাথির মোহাম্মদও এই জোটের অংশ ছিলেন। ক্ষমতায়ও এসেছিলেন, ছিলেন সবচেয়ে বেশি সময় ধরে। দক্ষিণ এশিয়ার অন্যতম সফল রাষ্ট্রনায়ক মনে করা হয় তাকে। অথচ আবারও রাজনীতির মঞ্চে ফিরে নিজের দল ও একসময়ের শিষ্য নাজিব রাজাকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মাহাথির। তার বক্তব্য, যে রাজনৈতিক দল দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেই দলে থাকা লজ্জার। আর তাই বিরোধী পক্ষের হয়ে পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দেওয়ার লক্ষ্য নিয়েছেন মাহাথির মোহাম্মদ।

ঐতিহাসিক এই বিজয়ের পর সাংবাদিকদের কাছে মাহাথির বলেন, কোনো প্রতিশোধ নিতে চাই না। চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে। বৃহস্পতিবারই শপথ পাঠ করবেন বলে আশা করছেন দক্ষিণ এশিয়ার অন্যতম সফল এই রাষ্ট্রনায়ক।

২০১৩ সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বিপুলসংখ্যক ভোট পেয়েছিল বিরোধী জোট। তবে সরকার গঠনে প্রয়োজনীয় আসনে জয়ী না হওয়া ক্ষমতায় আসতে পারেনি তারা। তখনই আঁচ করা হচ্ছিল মালয়েশিয়ার মানুষ পরিবর্তন চায়।

এর ফলে ধারণা করা হচ্ছে, সব ধরনের হয়রানিমূলক অওভিযোগ থেকে মুক্ত হয়ে ফের রাজনীতিতে ফিরবেন প্রভাবশালী নেতা আনোয়ার ইব্রাহীম। তিনি ইসলামী আন্দোলনের বপলবী নেতা

বিষয়: বিবিধ

৯৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385322
১০ মে ২০১৮ রাত ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : আইনের শাসন যেখানে বিন্দুমাত্র নেই সেখানে পরিবর্তনও সুদূর পরাহতত।আর আমরা সেই গর্তেই পড়েছি। ধন্যবাদ।
১৫ মে ২০১৮ রাত ১২:১৭
317681
কুয়েত থেকে লিখেছেন : মুহতারাম দোয়া করুন আল্লাহ য়েন আমাদেরকে সে গর্ত থেকে মুক্ত করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
385324
১০ মে ২০১৮ রাত ০৮:২৩
হতভাগা লিখেছেন : কোথায় মাহাথির আর কোথায় খালেদা/তারেক জিয়া !
১০ মে ২০১৮ রাত ০৯:১৩
317674
কুয়েত থেকে লিখেছেন : ভাইজান মাহাথির মুহাম্মদ এর চেয়ে আরো উত্তম লোকের মূল্য এই বাংলাদেশে আপাতত হবেনা কারন বাংলাদেশ নামক আল্লাহর নেয়ামতে ভরপুর বাগানটির সবকটি ঢালেই হুতোম পেঁচা বসে আছে।আল্লাহ্ তায়ালার সাহায্য ছাড়া এই জাতির কল্যাণ বয়ে আসবেনা। দোয়া করবেন আল্লাহ্ যেন এই জাতির কল্যাণ করেন।আপনাকে ধন্যবাদ লেখাটি পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য
385361
১৬ মে ২০১৮ দুপুর ০২:১৬
শান্তিপ্রিয় লিখেছেন : চালিয়ে যান। একদিন হয়ত আমরা আইনের শাসন দেখতে পাবো।
১৮ মে ২০১৮ সকাল ০৬:৫৪
317699
কুয়েত থেকে লিখেছেন : মুহতারাম অনেক দিন পর ব্লকে আসলেন। অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ে মন্তব্য করার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File