ইসলামে জামায়াত বদ্ধ জীবনকে ফরজ করে দেয়া হয়েছে দীন প্রতিষ্ঠা ও দাওয়াত প্রচারের জন্যে এই কর্মনীতি ফরজ সকল মুমিনের জন্য

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৯ মে, ২০১৮, ০২:৩৪:০৭ রাত

জামায়াত বদ্ধ জীবন যাপন করা মুমিনের জন্য ফরজ

এ জন্যেই দীন-ইসলামে জামায়াত বদ্ধ জীবনকে অপরিহার্য তথি ফরজ করে দেয়া হয়েছে এবং দীনে প্রতিষ্ঠা ও তার দাওয়াত প্রচারের জন্যে এই কর্মনীতি নির্দিষ্ট করা হয়েছে যে, প্রথমে একটি সুসংহত দল গঠন করতে হবে এবং তার পরেই আল্লাহর পথে চেষ্টা-সাধনা চালাতে হবে, নবীজির সাহাবি গন এই দিনের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ছিলেন আর এ কারণেই জামায়াতবিহীন যিন্দেগীকে জাহিলী যিন্দেগী এবং জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়ারই শামিল বলে অভিহিত করা হয়েছে।

এ সম্পর্কে নিম্নোক্ত হাদিসে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ

انا امركم بخمس الله امرنى بهن الجماعة والسمع والطاعة والهجرة والجهاد فى سبيل الله فانه من خرج من الجماعة قدر شبر فقد خلع ربقة الاسلام من عنقه الا ان يراجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم، قالوا يا رسول الله وان صام وصلى؟ قال وان صام وصلى وزعم انه مسلم . (أحمد وحاكم)

নবীজি (সঃ) বলেছেন আমার আল্লাহ আমাকে যে পাঁচটি বিষয়ের হুকুম দিয়েছেন আমিও তোমাদেরকে তারই হুকুম দিচ্ছি। তা হলো-জামায়াত বদ্ধ হওয়া , নেতৃ-আদেশ শ্রবণ করা, আনুগত্য করা , হিজরত করা ও আল্লাহর পথে জিহাদ করা । যে ব্যক্তি ইসলামী জামায়াত ত্যাগ করে এক বিঘত পরিমাণও দূরে সরে গেছে, সে যেন নিজের গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে ফেলেছে। অবশ্য যদি সে জামায়াতের দিকে পুনঃ প্রত্যাবর্তন করে, তবে স্বতন্ত্র কথা। আর যে ব্যাক্তি জাহিলিয়াতের দিকে (অর্থাৎ অনৈক্য ও বিশৃঙ্খলার দিকে) আহবান জানাবে, সে হবে জাহান্নামী। (এতদশ্রবণে) সাহাবাগণ জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহর রাসুল, নামায- রোযা আদায়করা সত্ত্বেও কি সে জাহান্নমী হবে? রাসূলুল্লাহ (সা.) বললেনঃ (হাঁ) যদিও সে নাময-রোযা পালন করে এবং নিজেকে মুসলমান বলে দাবী করে (তাহলেও সে জাহান্নামী হবে ) (আহমদ ও হাকেম)

এই হাদিস থেকে নিম্নোক্ত তিনটি কথা প্রমাণিতঃ

একঃ দীনী কাজের সঠিক নিয়ম হচ্ছে এই যে, সর্বাগ্রে একটি সুসংহত ও সুশৃঙ্খল জামায়াত গঠিত হবে এবং তার জন্যে এমন একটি সংগঠন গড়ে তুলতে হবে যার মাধ্যমে সবাই একজন নেতার আনুগত্য করে চলবে। অতঃপর পরিস্থিতি অনুযায়ী তারা হিজরত করবে এবং আল্লাহর পথে জিহাদ করবে।

দুইঃ জামায়াত থেকে বিচ্ছিন্ন থাকা প্রায় ইসলাম থেকে বিচ্ছিন্ন থাকারই নামান্তর। কারণ এর অর্থ হচ্ছে এই যে, মানুষ আরবের সেই জাহিলী যুগের দিকেই পুনঃ প্রত্যাবর্তন করছে, যে যুগে কেউ কারো প্রতি কর্ণপাত করতো না।

তিনঃ ইসলামের অধিকাংশ দাবী ও তার প্রকৃত উদ্দেশ্য কেবল জামায়াত এবং সম্মিলিত চেষ্টার মাধ্যমেই পূর্ণ হতে পারে। এ জন্যেই হযরত রাসূরুল্লাহ (সা.) নামায- রোযার পাবন্দী এবং মুসলিম হওয়ার দাবী করা সত্বেও জামায়াত ত্যাগী ব্যক্তিকে ইসলামত্যাগী বলে আখ্যা দিয়েছেন। হযরত উমর (রা.) এর নিম্মোক্ত বাণীও একথারই প্রতিধ্বনি করেছেঃ

لا اسلام الا بجماعة . (جامع بيان العلم لابن عبد البر)

জামায়াত বিহীন ইসলামের কোন অস্তিত্ব নেই।

বিষয়: বিবিধ

১৩৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385305
০৯ মে ২০১৮ সকাল ০৭:২১
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
০৯ মে ২০১৮ বিকাল ০৫:২৬
317661
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ওঅসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ে মন্তব্য করার জন্য
385309
০৯ মে ২০১৮ রাত ১১:০৬
আমি আল বদর বলছি লিখেছেন : লেখাটি তিনবার পড়লাম কিন্ত একবারও মন্তব্য করতে পারিনি অফিসের কাজের জন্য--- অসম্ভব ভাল লাগলো জাযাকাল্লাহ খায়র ভাই
১০ মে ২০১৮ রাত ০৩:০২
317664
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি তিনবার পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ একবার মন্তব্য করা জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ্ তায়ালা তার দিনকে কেন্দ্র করেই সবকিছু সৃষ্টি করেছেন সাজিয়েছেন তার সৃষ্টি জগত। বেশির ভাগ মানুষ তা চিন্তা ও করেনা
১০ মে ২০১৮ সকাল ১০:৪৪
317666
আমি আল বদর বলছি লিখেছেন : আমি তোমাদের কাছে এমন এক কিতাব নাকি করেছি, যাতে তোমাদের কথা আছে অতচ তোমরা চিন্তা ভাবনা করো না!"( সূরা আল আম্বিয়া ১০
১১ মে ২০১৮ রাত ০২:২২
317675
কুয়েত থেকে লিখেছেন : জাতি আজ কোরআন বিরোধি হয়ে গেছে এর জন্য আলেম সমাজই দায়ী। মহান আল্লাহ তার হাবিবকে বলছেন! তোয়া হা আমি আপনার উপর কোরআন এই জন্য নাযিল করিনাই আপনি নিস্স হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
385312
১০ মে ২০১৮ রাত ০৩:০৪
শেখের পোলা লিখেছেন : অত্যন্ত সত্য কথা। সমস্যা হল জমাত বলতেই এখন নিন্দুকেরা জামাতেইসলামী ট্যাগ দিয়ে বসবে। ভুল বুঝবেননা মি জমাতে ইসলামীকে হেয় করার জন্য বলিনি। জমাত মানে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে। পীর ভাবাপন্ন লোকেরা এখানে পীর বাবাদের জমাতকেই তুলে ধরবেন। কথা হল সঠিক ইসলামী দলে যোগ দিতে হবে। যদি এমনটি না থাকে তবে নিজেই দল গঠন করতে হবে। ডাক দিতে হবে-'মান আনসারী ইলাল্লাহ' ধন্যবাদ।
১০ মে ২০১৮ রাত ০৩:২৩
317665
কুয়েত থেকে লিখেছেন : আনসারুললাহর মরযদা আউলিয়াআললহর চেয়ে বহুগুণ বেশি। আল্লাহ্ তায়ালা তার দীনকে বিজয় করার জন্য নবী রাসুল পাটিয়েছেন। জামায়াত বদ্ধ জীবন ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়। চ্যালেঞ্জ মোকাবিলা করেই সমাজে অগ্রসর হতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ে মন্তব্য করার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File