আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। দীর্ঘ ৮ বছর পর পিলখানা হত্যাকান্ডের চূড়ান্ত রায় ঘোষণা হবে আজ

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৭ নভেম্বর, ২০১৭, ০১:০৬:১৪ রাত

দীর্ঘ ৮ বছর পর পিলখানা হত্যাকান্ডের চূড়ান্ত রায় ঘোষণা হবে আজ।চাঞ্চল্যকর পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি মো: শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ আজ রোববার এ মামলার রায় ঘোষণা করবেন।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতর পিলখানায় আওয়ামী ষড়যন্ত্রের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। লজ্জাজনক সেই ইতিহাসের জন্ম দিয়েছিলো অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেদিন বাংলার আকাশে মেঘপুঞ্জে এতোই আধার ঘনিয়ে এসোছিলো আজ ও তার রেশ কাটে নি। বাংলার সাহসী সৈনিকদের ওপর বর্বরোচিত সেই গণহত্যা ইতিহাসে ঘৃণিত হয়ে আওয়ামী নাম পাশে লেগেই আছে। সেদিন হত্যাকারীরা উল্লাস করে জয় বাংলা স্লোগানে মূখরিত করে তুলেছিলো ঢাকার রাজপথ সহ তৎকালীন বিডিয়ার বর্তমান বিজিবি সদর দপ্তর।

আতঙ্কে জনগণ চোখেরপানি ভ্রূ স্পর্শ করতে পারেনি সোঝা মাটিতেই গড়িয়ে পড়েছিলো। স্বজনহারা দের আর্ত্নচিৎকার আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিলো। সে বর্বরোচিত, জঘন্যতম, নিকৃষ্ট নরপিশাচদদের বিচার আজ অবধি দীর্ঘ ৮ বছর যাবত আটকে আছে উচ্চ আদালতের আপিল বিভাগে।

আমরা তথা বাংলার জণগন জানে পিলখানা হত্যাকান্ডের মূলহোতা কারা? কেনোইবা এই নারকীয় হত্যাকান্ড সংগঠিত করা হয়েছিলো? কিসের স্বার্থে কারা এই হত্যাকান্ডকে সমর্থন দিয়ে আসছে? পিলখানা ট্রাজেডির আমরা সুষ্ঠু বিচার আশা করি। কিন্তু যারা এই হত্যাকান্ডের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত তারা কেউ গ্রেপ্তার কিংবা মামলার রেজিস্ট্রি ভুক্ত নয়। তাহলে কাদের বিচার করছে উচ্চ আদালত?

কোনো নির্দোষ বিডিআর অফিসার কিংবা কর্মকর্তা শাস্তি পেলে ইতিহাস ক্ষমা করবে না আল্লাহর দরবারে জবাবদিহি করতেই হবে অন্যায়ভাবে শাস্তি দেয়ার জন্যে এবং দোষ চাপানোর জন্যে। আমরা বাংলাদেশের জনগণ প্রকৃত দোষীদের সর্বোত্তম শাস্তি কামনা করি এবং এই হত্যাকান্ডের সুষ্ঠু রায় প্রধানের মাধ্যমে সুষ্ঠু বিচার কায়েমের মাধ্যমে জাতির কলঙ্কমোচনে উচ্চ আদালতের আপিল বিভাগকে উদারচিত্তে আহ্বান জানাচ্ছি।

আমরা শাস্তি চাই সকল ষড়যন্ত্রকারী ও বাস্তবায়নকারীদের। পিলখানার হত্যাকান্ডে জাতির যে ক্ষতি হয়েছে তা শতবছরেও পূরণ হবেনা। এই অপূরণীয় ক্ষতির বদলা জাতি একদিন নিবেই আমরা সেই দিনের অপেক্ষায় আছি।

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384516
২৭ নভেম্বর ২০১৭ রাত ০৯:৫১
হতভাগা লিখেছেন : পিলখানায় যেসব আর্মি অফিসাররা মারা গিয়েছেন তাদের পরিবারের জন্য হাসুবু খালেদা জিয়াকে উচ্ছেদ করে ক্যান্টনমেন্টে বিশাল বিল্ডিং বানিয়ে এপার্টমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন।
২৮ নভেম্বর ২০১৭ রাত ০৩:২৬
317157
কুয়েত থেকে লিখেছেন : যাতে করে তারা আর পতিবাদ নাকরেন এই জাতি একদিন এই হত্যার বিচার করবেই । আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File