চরিত্রহীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট পার্টি প্রতিপক্ষদলের উপর সন্ত্রাসী হামলা করা তাদের আদি ঐতিহ্য ওরা গণতন্ত্রে বিশ্বাসী নয়

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৬ জানুয়ারি, ২০১৭, ০৪:৫৪:৫৯ বিকাল

১৯৭০ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের সাধারণ মানুষের জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নিয়েছিলেন। আর কোনো নেতা এদেশে এ পরিমাণ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হননি।

কিন্তু রাষ্ট্র পরিচালনায় চরম অযোগ্যতা ও তাঁর দলের লোকদের সীমাহীন দুর্নীতি ও অসততার ফলে তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা নিম্নগামী হতে হতে ১৯৭৪ সালের শেষ দিকে শূন্যের কোঠায় নেমে আসে।

সম্ভাব্য গণরোষ থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে তিনি গণতন্ত্র হত্যার সিদ্ধান্ত নিলেন। শেখ মুজিবুর রহমান বুঝতে পারলেন তিনি চোরের ক্ষনি ছাড়া আর কিছুই অর্জন করতে পারেননি তাঁহার চতুর র্পাশে শুধু চোর আর চোর।

শেখ মুজিবুর রহমান আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম! করলেন। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল বলে দাবি করে। অথচ ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি শেখ মুজিবের নির্দেশে জাতীয় সংসদে সকল রাজনৈতিক দলকে বেআইনী ঘোষণা করে বাকশাল নামে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হয়।

ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশে ৬১জন গভর্নর নিয়োগ করে তিনি এক নায়কের মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার ব্যবস্থা করলেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো পার্লামেন্টে ৩০০ আসনের মধ্যে ২৯১ জনই ছিলেন আওয়ামী লীগের দলীয় এমপি।

জেনারেল এজি ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন গণতন্ত্র হত্যার প্রতিবাদে এমপি হিসেবে পদত্যাগ করেন। আওয়ামী লীগের ২৯০ জন এমপি-ই গণতন্ত্র হত্যার মহোৎসবে শরীক ছিলেন।

এ দ্বারা প্রমাণ হয় যে মুখে তারা যত দাবিই করুক বাস্তবে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী নয়। ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রের ধ্বজাধারী হলেও ক্ষমতায় দিয়ে তারা গণতন্ত্র হত্যা করতে সামান্য দ্বিধাও করেন না।

চরিত্রগতভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট পার্টি। রাজনৈতিক প্রতিপক্ষদলের উপর সন্ত্রাসী হামলা করা তাদের আদি ঐতিহ্য। যা বাংলাদেশের সাধারণ জনগনের বুঝতে আর কারো বাঁকিনেই।

তার পরেও তারা ক্ষমতায় দেশ ও দেশের মানুষকি চায় তা তারা বুঝেও বুঝেনা। মহান আল্লাহ এই চরিত্রহীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট পার্টির অত্যাচারী থেকে দেশের মানুষ তথা এই দেশের জনগণকে মুক্তি দিবে তা অামরা জানিনা।

হে আল্লাহ! অাপনার নেয়ামতে ভরপুর এই পৃথিবীর চোট্ট জান্নাতের টুকরা প্রিয় বাংলাদেশকে হেফাজত করে সৎ লোকের নেতৃত্ব দিয়ে পৃথিবীর শ্রেষ্ট দেশে পরিনত করুন।

বিষয়: বিবিধ

১৬৭৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381507
২৬ জানুয়ারি ২০১৭ রাত ০৯:২১
হতভাগা লিখেছেন :
এ দ্বারা প্রমাণ হয় যে মুখে তারা যত দাবিই করুক বাস্তবে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী নয়।


০ কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে । আর সেজন্যই ১৯৯৬ এর পর ২০১০ এ একই কাহিনী হলেও ২০১৪ তে আবারও সুযোগ দিয়েছে । এ বছরও আবার ১৯৯৬/২০১০ এর মত ঘটনা ঘটতে যাচ্ছে ।

যা বাংলাদেশের সাধারণ জনগনের বুঝতে আর কারো বাঁকি নেই।
তার পরেও তারা ক্ষমতায় দেশ ও দেশের মানুষকি চায় তা তারা বুঝেও বুঝেনা।


০ বাংলাদেশের মানুষের শিরা ভালই জানেন হাসুবু । তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে হাসুবুর জুড়ি নেই।

২৬ জানুয়ারি ২০১৭ রাত ০৯:২৮
315476
কুয়েত থেকে লিখেছেন : আপনার হাসুবু ভালই জানেন বাংলাদেশের মানুষের শিরা কিন্তু তার পরিনামযে কত ভয়ানক হবে আপনার হাসুবু তা কিন্তু জানেনা।কারন ইতিহাস কাউকে ক্ষমা করেনা।আপনাকে ধন্যবাদ
২৭ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:২৮
315479
হতভাগা লিখেছেন : ৫২ এর ঢাবির সাথে এখকার ঢাবিকে মেলানো যেমন বোকামী হবে তেমনি ৭১ এর বাংলাদেশীদের সাথে এখনকার বাংলাদেশীদের মেলানো সেরকম বোকামী হবে ।

এখনকার বাংলাদেশীরা হচ্ছে ভীতু + আরামপ্রিয় + মাইরের ভক্ত
২৯ জানুয়ারি ২০১৭ রাত ০৮:২১
315517
কুয়েত থেকে লিখেছেন : এখনকার বাংলাদেশীরা অনেক স্মার্ট এবং সচেতন তবে আপনার কথামতো ভীতু এবং সার্থপরও বটে। আপনাকে ধন্যবাদ
381513
২৬ জানুয়ারি ২০১৭ রাত ০৯:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১৯৫৮ সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন আনার পিছনেও আওয়ামি লিগ এর সমর্থন ছিল।
২৬ জানুয়ারি ২০১৭ রাত ১১:৩৩
315478
কুয়েত থেকে লিখেছেন : ওনাদের কথার সাথে কাজের মিল কখনো ছিলনা সুযোগ যেখানে আম্লীগ সেখানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
381605
৩১ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৫৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হে আল্লাহ! অাপনার নেয়ামতে ভরপুর এই পৃথিবীর চোট্ট জান্নাতের টুকরা প্রিয় বাংলাদেশকে হেফাজত করে সৎ লোকের নেতৃত্ব দিয়ে পৃথিবীর শ্রেষ্ট দেশে পরিনত করুন।
ছুম্মা আমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ
৩১ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:৪১
315538
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File