হাদিসটি বর্তমান সময়ের সাথে কতোই না মিল !

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১০ নভেম্বর, ২০১৬, ১২:৪০:৫১ রাত

হাদিসটি বর্তমান সময়ের সাথে কতোই না মিল !

একদিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললামঃ ইয়া আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ! শেষ জামানার সময় চেনার, কোনও কি উপায় আছে ?

রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে ইবন মাসুদ ! এ সম্পর্কিত বহু নিদর্শন রয়েছে । যেমন-

০১. বাচ্চারা ভীষণ বদমেজাজি হবে

০২. বৃষ্টি হবে আম্লিক, অল্মবৃষ্টি (সম্ভবত বর্তমানের এসিড রেইন)

০৩. তুমি দেখবে, খারাপ লোকেরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে !

০৪. লোকেরা বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবে এবং বিশ্বস্ত ব্যক্তিদের বিশ্বাসঘাতক মনে করবে

০৫. সত্যবাদীদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে এবং মিথ্যাবাদীদের বলা হবে সত্যবাদী

০৬. থালাসমুহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে (সম্ভবত স্যাটেলাইট যোগাযোগ) এবং মানুষেরা তখন পারিবারিক বন্ধন ছিন্ন করবে

০৭. ও ইবনে মাসুদ, তুমি আরো দেখবে মুনাফিকরা শাসন করবে

০৮. সর্বাপেক্ষা মন্দ লোকেরা সমাজ, বাজার, রাষ্ট্র নিয়ন্ত্রন করবে

০৯. মসজিদসমুহ অলংকৃত করা হবে, কিন্তু হৃদয়সমূহ হবে কুৎসিত !

১০. বিশ্বাসীদের কুৎসিত ছাগলের চেয়েও বেশি অপদস্থ করা হবে, যেন তাঁরা কিছুই না!

১১. তুমি দেখবে নারী ও পুরুষেরা সমকামীতায় লিপ্ত হবে

১২. অল্পবয়স্ক লোকেরা প্রচুর সম্পদশালী হবে

১৩. নারীদের নীতিভ্রষ্ট করতে আন্দোলন করা হবে

১৪. তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং পৃথিবীতে ধ্বংসাত্মক সভ্যতা

১৫. পুরুষরা নারী এবং নারীরা পুরুষের বেশ ধারন করবে ।

১৬. বাদ্যযন্ত্রগুলো তাদের মাথায় চড়ানো থাকবে

১৭. আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক দেখতে পাবে

১৮. লোকেরা ঠাট্টা-তামাশা ও বিদ্রুপ করবে

১৯. তোমরা দেখবে বহু শিশু বিবাহবন্ধন ছাড়াই জন্ম নিবে

২০. সেসময় ফিতনাগুলো মাদুরের আকৃতিতে প্রদর্শিত করা হবে এর দুটি সীমারেখা থাকবে (সম্ভবত টেলিভিশন সেট)

২১. ফিতনাগুলো তাদের সামনে মাদুর আকৃতিতে দেখানো হবে

২২. জাহান্নামে দুই ধরনের লোক আছে যাদের আমি এখনও দেখিনি । তুমি গরুর লেজের মত চাবুক হাতে কিছু লোকদের দেখবে তাঁরা এর দ্বারা অন্যদের প্রহার করবে । সে সময় নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, তাঁরা কোমর দুলিয়ে হাঁটবে এবং অন্যদেরকে তাদের দিকে আকর্ষণ করবে

২৩. ঐ মেয়েদের চুল হবে "বখতের" লোমশ উটের মতন । এই লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না

২৪. আমার উম্মাহর কিছু অংশ মদপান করবে এবং মদকে অন্য নামে ডাকবে

[আল মুয়াযযাম আল কিবার আত-তাবারানি হাদিস নং ১০৪১০]

বিষয়: বিবিধ

২৪৫৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379611
১০ নভেম্বর ২০১৬ সকাল ০৬:৩৫
তট রেখা লিখেছেন : পিলাচ
১২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
314321
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদGood Luck Good Luck
379612
১০ নভেম্বর ২০১৬ সকাল ১১:৫১
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
১২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৭
314322
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ আপনাকে ও উত্তম প্রতি ফল দান করুন অনেক অনেক ধন্যবাদ
379621
১০ নভেম্বর ২০১৬ রাত ১১:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব বর্ণনা একটি হাদিস থেকে নয় সম্ভবত। আলাদাভাবে বিভিন্ন হাদিস থেকে বর্ণিত হয়েছে কিয়ামত এর আলামত সমুহ।
১২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৮
314323
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ [আল মুয়াযযাম আল কিবার আত-তাবারানি হাদিস নং ১০৪১০]
379631
১১ নভেম্বর ২০১৬ সকাল ১১:০৫
হতভাগা লিখেছেন : মহিলারা শাসন ক্ষমতায় বসবে - এটাও মনে হয় দেখেছিলাম
১২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
314324
কুয়েত থেকে লিখেছেন : হাঁ তাইতো মনে হয়! অনেক দিন আপনার খবর নেই আমিও দুই মাস দেশে গিয়ে সময় কাটালাম 3G ডিজিটেল উন্নয়নে এবং বিদুৎ লোড সেডিংয়ের জালায় ব্লগে ডুকতে পারিনাই ।আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File