বান্দা তোমার কিসের এত অহংকার? তোমারতো আজান-ইকামত দুটোই শেষ, জানাজার নামাজ তোমার জন্যে অপেক্ষা করছে। সুতরাং তুমি সাবধান হও।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০২ নভেম্বর, ২০১৬, ০৪:২২:৫৭ বিকাল



পরিবেশের সাথে সংগতি বিধানে দেহ যন্ত্রের চরম অক্ষমতার নামই মৃত্যু। বান্দা তোমার কিসের এত অহংকার? তোমারতো আজান-ইকামত দুটোই শেষ, জানাজার নামাজ তোমার জন্যে অপেক্ষা করছে। সুতরাং তুমি সাবধান হও।

মুসলিম রীতি অনুযায়ী জন্মের পর সর্ব প্রথম শিশুর ডান কানে আজান এবং বাম কানে ইকামতের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা বাণী শুনানো হয়। এই শিশুই সময়ের আবর্তে বড় হতে হতে ধাপে ধাপে মৃত্যুর দিকে এগিয়ে যায়।

মৃত্যুর পর জানাজার নামাজের পূর্বে আজান-ইকামত দেয়ার রীতি নেই। সে জন্যেই বলা হয়, বান্দা তোমার কিসের এত অহংকার? তোমারতো আজান-ইকামত দুটোই শেষ, জানাজার নামাজ তোমার জন্যে অপেক্ষা করছে। সুতরাং তুমি সাবধান হও।

পরকালের প্রস্তুতি নাও। মানুষকে কষ্ট দিও না। ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে মানুষকে ঠকিয়ো না। বিনা অপরাধে মানুষকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দিও না। যে কোন কাজ করার পূর্বে নিজের কবরের কথা, মৃত্যুর কথা, পরকালের বিচারের কথা ও কঠিন শাস্তির কথা একবার চিন্তা করো।

আমাদের সবার মনে রাখা উচিৎ দুনিয়াতে মানুষের কল্যাণ করলেই অন্তর থেকে মানুষের দু'আ পাওয়া যায় আর মানুষকে হিংসা করলে, অন্যের সামনে হেয় করলে, অপদস্ত করলে, কষ্ট দিলে, ঠকালে; কষ্ট পাওয়া মানুষটির দীর্ঘ শ্বাস, ভগ্ন হৃদয়ের রক্ত ক্ষরণ, প্রাণের আর্তনাদ ঊর্ধ্ব আকাশে আহকামুল হাকিমিন তথা দুনিয়ার সমস্ত বিচারকের উপর সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহর দরবারে চলে যায়।

বিষয়: বিবিধ

২৪৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379379
০২ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:০২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।


"আমাদের সবার মনে রাখা উচিৎ দুনিয়াতে মানুষের কল্যাণ করলেই অন্তর থেকে মানুষের দু'আ পাওয়া যায় আর মানুষকে হিংসা করলে, অন্যের সামনে হেয় করলে, অপদস্ত করলে, কষ্ট দিলে, ঠকালে; কষ্ট পাওয়া মানুষটির দীর্ঘ শ্বাস, ভগ্ন হৃদয়ের রক্ত ক্ষরণ, প্রাণের আর্তনাদ ঊর্ধ্ব আকাশে আহকামুল হাকিমিন তথা দুনিয়ার সমস্ত বিচারকের উপর সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহর দরবারে চলে যায়।”


মহান রব সকলকেই অনুভব করার ও সেইভাবে চলার তৌফিক এনায়েত করুণ আমীন।


জাজাকাল্লাহু খাইর।
০২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫০
314127
কুয়েত থেকে লিখেছেন : ওআলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু। দুনিয়াতে মানুষের কল্যাণ করলেই অন্তর থেকে মানুষের দুয়া পাওয়া যায় জাযাকাল্লাহু খাইর।আপনাকে অনেক অনেক ধন্যবাদ
379388
০২ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:৩৪
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / ধন্যবাদ / পিলাচ
০২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
314128
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগার জন্য আপনাকেও অসংখ্য বার ধন্যবাদ
379417
০৩ নভেম্বর ২০১৬ রাত ০৮:০০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হৃদয়ে কাঁপন ধরানোর মত লেখা কিন্তু মানুষের মন মরে গেছে।
০৪ নভেম্বর ২০১৬ রাত ০১:৫০
314148
কুয়েত থেকে লিখেছেন : মানুষের মরা মনকে জাগাতেই হবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য
379440
০৪ নভেম্বর ২০১৬ সকাল ১১:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অতীব শিক্ষণীয় পোস্ট!
হে আল্লাহ!তুমি আমার সমস্ত অহংকারকে বিনাশ করে ধুলোর সাথে মিশিয়ে দাও।আমিন।
জাযাকাল্লাহ!
০৪ নভেম্বর ২০১৬ দুপুর ১২:৩৬
314154
কুয়েত থেকে লিখেছেন : মহান আল্লাহ আপনার আকুতি কবুল করুন দুনিয়া ও আখেরাতের নেয়ামত পুর্ণ কল্যাণ দা্ন করুন অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File