সন্তান জন্মের পর মা বাবার দায়িত্ব হল, সন্তানের আকীকা করা, মাথার চুল মুণ্ডন করা এবং তার সুন্দর নাম রাখা জরুরী, সন্তান আকীকার সাথে দায়বদ্ধ থাকে।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৩ আগস্ট, ২০১৬, ০৬:২৫:৫৭ সন্ধ্যা

আ্মাদের মুসলিম পরিবারে এই বিষয় গুলা জেনে রাখা জরুরী। নবজাতক বাচ্চার চুল ৭ম দিন কাটা কী? ৭ম দিনের আগে বা পরে কাটা যাবে কি না? চুলের ওজন পরিমাণ রূপা-সোনা সদকা করার বিধান কী? আর এর মধ্যে কোনো হিকমত আছে কি?

যদি এক বছর পরে আকীকা করা হয় তাহলে ঐ সময়ও কি চুল কেটে তার সমান রূপা-সোনা সদকা করতে হবে? এই চুল কাটা এবং আকীকা উভয়টি একসাথে করতে হবে নাকি আগে পিছে করলেও হবে.? অর্থাৎ ৭ম দিনে চুল কাটা হল আর ১ বছর পর আকীকা করা হলে ।

সন্তান জন্মের ৭ম দিনে অভিভাবকের দায়িত্ব হল, সন্তানের আকীকা করা, মাথার চুল মুণ্ডন করা এবং তার সুন্দর নাম রাখা। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তান আকীকার সাথে দায়বদ্ধ থাকে। তার পক্ষ থেকে সপ্তম দিনে পশু জবাই করবে, নাম রাখবে ও মাথা মুণ্ডন করে দিবে।-জামে তিরমিযী, হাদীস ১৫২২

সপ্তম দিনে আকীকা করা, মাথা মুণ্ডন করা এবং নাম রাখা মুস্তাহাব। তবে এ তিনটির কোনোটি অপরটি সাথে শর্তযুক্ত নয়। তাই কারো আর্থিক সামর্থ্য না থাকার কারণে সে যদি ৭ম দিনে আকীকা করতে না পারে তাহলেও ঐ দিন সন্তানের মাথা মুণ্ডন করে দিবে এবং নামও রাখবে।

আকীকা করতে বিলম্ব হলেও এসব কাজে বিলম্ব করবে না। আর হাদীস শরীফে যেহেতু সপ্তম দিনে মাথা মুণ্ডন করতে বলা হয়েছে তাই সপ্তম দিনের আগে মুণ্ডন না করাই উচিত। মাথা মুণ্ডন করার পর চুলের ওজন পরিমাণ রূপা বা স্বর্ণ সদকা করা মুস্তাহাব।

হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান (রাঃ)এর আকীকা দিয়ে ফাতেমা (রাঃ)-কে বললেন, তার মাথা মুণ্ডন করে দাও এবং চুলের ওজন পরিমাণ রূপা সদকা করে দাও। -জামে তিরমিযী, হাদীস ১৫১৯ অপর এক হাদীসে রূপা বা স্বর্ণ সদকা করার কথাও এসেছে। -আলমুজামুল আওসাত, হাদীস ৫৫৮; মাজমাউয যাওয়াইদ, হাদীস ৬২০৪; ইলাউস সুনান ১৭/১১৯

রূপা বা স্বর্ণ সদকা করার হেকমত সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এ ব্যাপারে প্রথম কথা হল, উক্ত সদকার হেকমত সম্পর্কে হাদীস শরীফে যেহেতু কিছু বলা হয়নি তাই এর রহস্য বা হেকমত অনুসন্ধানের পিছনে না পড়াই ভালো। বান্দার কাজ হল, বিধি-বিধানের হেকমতের পিছনে না পড়ে শরীয়তের হুকুম পালন করে যাওয়া।

অবশ্য শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহ.-এর একটি কারণ এই লিখেছেন যে, সন্তান যে চুলসহ ভূমিষ্ট হয়েছিল তা কেটে ফেলার মাধ্যমে সন্তান একটি অবস্থানে পদার্পণ করে। তাই এর শুকরিয়াস্বরূপ ঐ চুলের বিনিময়ে সদকা করার হুকুম দেওয়া হয়েছে (হুজ্জাতুল্লাহিল বালিগা ২/১৪৫)। আর কোনো কারণবশত বাচ্চার চুল যদি সপ্তম দিনে কাটা সম্ভব না হয় সেক্ষেত্রে সপ্তম দিনের চুলের ওযন অনুমানে রূপা বা স্বর্ণ সদকা করে দিবে।

আমাদের সমাজে কুরবানীর সময় কোরবানীর গরুর সাথে ছেলে মেয়েদের আকিকা দেওয়া হয় এটা শরিয়ত সম্মত নয় কারন আকীকা হলো সন্তানের জন্য আল্লাহর নামে পশু জবেহ করেই তা আদায় করা হয়। পুত্র সন্তানের জন্য দুটি দুমবা বা ছাগল কন্যাসন্তানের জন্য একটি।

বিষয়: বিবিধ

১৯৬৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376210
১৩ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৩৯
সন্ধাতারা লিখেছেন : Salam.......beautiful writing.
১৩ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
311964
কুয়েত থেকে লিখেছেন : অসংখ্য ধন্যবাদ আপনাকে পড়ে প্রথম মন্তব্যটি করার জন্যGood Luck Good Luck
376243
১৪ আগস্ট ২০১৬ বিকাল ০৫:১৩
তবুওআশাবা্দী লিখেছেন : লেখাটা ভালো লাগলো | অনেক ধন্যবাদ|
১৪ আগস্ট ২০১৬ রাত ০৮:০৪
311972
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদGood Luck Good Luck
376292
১৫ আগস্ট ২০১৬ সকাল ০৯:২৮
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا وشكرا ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File