আমার পরিচয়..! আমি কে..? যেখানে আমিও আমার নই ! তাহলে আমার এত বাহাদুরী কেন..?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৮ মে, ২০১৬, ০৪:১৫:৪৪ বিকাল

আমি মানুষ আমি সৃষ্টির সেরাজীব,তথা আশরাফুল মাখলুকাত। বিশ্ব পরিচালক মহান আল্লাহ মানুষ সৃষ্টির সুচনাতেই ফেরেস্তাদের ডেকে বল্লেন, আমি ধরাপৃষ্ঠে আমার প্রতিনিধি প্রেরন করতে যাচ্ছি।

এ কথা শুনে ফেরেস্তারা আপত্বি করল তারা বল্ল হে প্রভূ এমন জাতি কেন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফেৎনা ফাসাদ সৃষ্টি করবেন। আল্লাহ বল্লেন আমি যা যানি তোমরা তা জাননা। (সুরা বাকারা:৩০)

তাহলে আল্লাহই তো ভাল জানেন আমি কে? আমার পরিচয় কি? যিনি আমায় সৃষ্টি করেছেন, তিনিই যানেন আমার পরিচয়! আমি এত টুকু জানি যে,আমার পঞ্চ ইন্দ্রিয় আমার।

তাহলে আমি কি? আমার আমি কোথায়? আমার অস্তিত্ব কোথায়? আমার সক্রিয়দেহ যা আমাকে স্বচল রেখেছে, তা কি আমার? আমার প্রতি পালক মহান আল্লাহ বলেন ।

হে নবী তোমাকে যদি রুহ সর্ম্পকে প্রশ্ন করে তাহলে তুমি বলে দাও , রুহ হচ্ছে আমার তথা আমি আল্লাহর অর্ডার। এবং আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি।(সুরা বানী ইসরাইল:৮৫)

তাহলে আমি কি আমার..? আমি হচ্ছি আল্লাহর অর্ডার, যা তিনি যে কোন মুহূর্তেই উঠিয়ে নিতে পারেন, এই আমার আসল পরিচয়। তাহলে আমার এত বাহাদুরী কেন..? যেখানে আমিও তো আমার নই..!

বিষয়: বিবিধ

১৬০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369499
১৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:১০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি যে আমার নই, এটা ভুলে যাই বলেই এতো বড়াই
১৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
306670
কুয়েত থেকে লিখেছেন : ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
369500
১৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : আমি একটি বায়বীয় পদার্থ, যা ধরাও যায়না ছোঁয়াও যায়্নাা। আমার হাত পা সব কিছুই আমার বিপক্ষে যাবে। অতএব,কিছুই আমার নয়। সবই আল্লাহর।
১৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
306671
কুয়েত থেকে লিখেছেন : মাশা'আল্লাহ খুবই সুন্দরতম মন্তব্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File