ফাঁসি ও শাহাদাত এগুলো যেন একদম ইজি হয়ে গেছে আমীরে জামায়াতের ফাঁসির রায়ের পরও কান্না আসতেছেনা।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৭ মে, ২০১৬, ০৭:৩৯:১৫ সন্ধ্যা

ফাঁসি ও শাহাদাত এগুলো যেন একদম ইজি হয়ে গেছে কোন কিছু অনুভব হয়না। যখন সংগঠনে আসিনি এবং যখন সংগঠনে এসেছি তখন শুনতাম যে

এই সংগঠন করলে জেল,জুলুম, শাহাদাত বরণ করতেই হয়, আর এখন এগুলো দেখি এখন অবাক লাগেনা। শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাাতের পর অজোর ধারে কেঁদেছি।

মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসাঈন সাঈদী হুজুরের রায়ের পর তাৎক্ষণিক সংবাদ শুনেও অজোর ধারে কেঁদেছি। দেশের অনেক সাথী ভাইয়েরা মিছিলে গিয়ে খেঁদেছে তাদের কান্নার আওয়াজ ফোনের মাধ্যমে শুনে নিজেও খেঁদেছি।

মিছিলের ডাক আসে, মিছিলে যাওয়ার পথে অজোর ধারে কেঁদে ছিল, এখন আর সেই কান্না হয়তো কারো আসেনা আসবেই বা কি ভাবে একে একে কামরুজ্জামান ভাইয়ের ফাঁসি হয়ে গেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ভাইয়ের ফাঁসি ও হয়ে গেল তাদের অপরাধ কি..? তারা ইসলামী আন্দেলনের নেতা এইতো অপরাধ..!

এখন আমিরে জামায়াতের ফাঁসির রায়ের পরও কান্না আসতেছেনা। আসলে এই পথটা খুনে রাঙ্গা পথ। হে আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোরনের অন্যতম নেতা মাওলানা মতিউর রহমান নিজামী হুজুরকে হেফাজত করো।

আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী।

শুক্রবার দুপুরে পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদেরকে এ কথা জানিয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

মাওলানা নিজামী পরিবারের সদস্যদের কাছে বলেছেন, জীবন-মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামীন। মহান আল্লাহ আমার মৃত্যুর জন্য যে সময় ও স্থান নির্ধারণ করে রেখেছেন ঠিক সে সময় এবং সে স্থানেই আমার মৃত্যু হবে।

তার আগেও নয়, পরেও নয়। আমার মাঝে কোনো দুর্বলতা নেই। আমি কোনো অন্যায় করিনি। সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ সরকার আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। আল্লাহ যদি আমাকে শহিদী মৃত্যু দেন তাহলে সেটা হবে আমার চরম সৌভাগ্য।

তিনি বলেছেন, আমি আমার পরিবার, সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহবান জানাচ্ছি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি প্রাণের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।

আমি দেশবাসীকে আমার সালাম জানাচ্ছি ও দোয়া চাচ্ছি যাতে আমি জীবনের শেষ মুহূর্র্ত পর্যন্ত ঈমানের ওপর দৃঢ় ও অবিচল থাকতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আল্লাহ আমার জন্মভূমি এই প্রিয় বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন।

হে বিশ্বপরিচালক মহান প্রভূ আমাদের দু'চোখের অশ্রু ভেজা কান্না ছাড়া আপনার দরবারে পেশ করার মতো আর কিছুই নেই। আর যা আছে তা আপনার দেওয়া জীবনটাই এটাও আপনার রাস্থায় ওকফ করে দিয়েছি। হে মালিক আমাদের জীবনের বিনিময়ে আমাদের প্রিয় নেতাদেরকে রক্ষা করুন।

বিষয়: বিবিধ

১৭৭০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368306
০৭ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ রব্বুল আলামিন আমাদের শির্ষ নেতৃবৃন্দকে ঈমানের সাথে ধৈয়্যের পরিচয় দান করুক আর শাহাদাতের মার্য়াদা দান করুক
০৭ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
305699
কুয়েত থেকে লিখেছেন : হে প্রভূ যারা শহীদি মৃত্যেুর স্বপ্ন নিয়েই সারা জীবন আন্দোলন করেছে তাদেরকে তুমি কবুল করেছো। কিন্তু এই হতবাগা জাতির কি হবে। আওয়ামী বাকশালীদের লক্ষ নেতার মাঝে কি আমাদের একজন নেতার মত নেতা কি তাদের আছে যারা এই দেশকে সৎ ভাবে পরিচালনা করবে। ওদেরতো চোর আর ডাকাত ছাড়া আর কিছুই নাই। আপনাকে ধন্যবাদ
368308
০৭ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
শেখের পোলা লিখেছেন : আল্লাহর সিদ্ধান্ত মেনে চলাই মুসলীমের নকর্তব্য। তাই দুঃখ করিনা। বরং বলি, হে আল্লাহ তোমার সিদ্ধান্তে অবিচল থাকার তৌফিক তোমার গোলামদের দাও। আমরা যেন সকল পরীক্ষায় সফল ভাবে পাশ করতে পারি।
368310
০৭ মে ২০১৬ রাত ০৮:৩৩
কুয়েত থেকে লিখেছেন : ভাই সান্তনা নিজেই মানুষকে দিয়ে থাকি বা দিয়ে যাচ্ছি কিন্তু নিজেই অধৈর্য্য হয়ে যাচ্ছি। হে আল্লাহ তোমার গোলামদেরকে ধর্য্য ধারণের ক্ষমতা দাও। ধন্যবাদ আপনাকে
368316
০৭ মে ২০১৬ রাত ০৯:৩১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দিন দিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে
০৮ মে ২০১৬ রাত ০২:১৪
305723
কুয়েত থেকে লিখেছেন : হে আল্লাহ তোমার গোলামদেরকে ধর্য্য ধারণের ক্ষমতা দাও। ধন্যবাদ আপনাকে
368319
০৭ মে ২০১৬ রাত ০৯:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু কেউ ভুলবে কি??
০৮ মে ২০১৬ রাত ০২:২৩
305724
কুয়েত থেকে লিখেছেন : আসলে এই পথটা খুনে রাঙ্গা পথ। হে আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোরনের অন্যতম নেতা মাওলানা মতিউর রহমান নিজামী হুজুরকে হেফাজত করো ধন্যবাদ আপনাকে
368351
০৮ মে ২০১৬ রাত ১২:১৯
আফরা লিখেছেন : আল্লাহ উনাদের শহীদের মর্যাদা দান করুন ।

আমার বিস্বাস উনাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইসলামের রাজত্ব কায়েম হবে । ইনশা আল্লাহ !
০৮ মে ২০১৬ বিকাল ০৪:১৮
305746
কুয়েত থেকে লিখেছেন : আমিন সুম্মা আমিন। ইসশা'আল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই।মজলুমের ফরিয়াদ এবং শহীদের রক্ত বৃথা যাবেনা। ধন্যবাদ আপনাকে
368371
০৮ মে ২০১৬ সকাল ০৯:৩৩
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : হারিয়ে গেছে গানের ভাষা, সুর হয়েছে বেদনা বিদুর, যার হাত ধরে চলেছি, সে আজ দূর বহুদুর।
★অশ্রু শিক্ত করার মত একটি গানের অংশ মাত্র।
০৮ মে ২০১৬ বিকাল ০৪:২০
305747
কুয়েত থেকে লিখেছেন : মাশা'আল্লাহ আবেগ পূর্ণ মন্তব্য সুর হয়েছে বেদনা বিদুর ধন্যবাদ আপনাকে
368483
০৯ মে ২০১৬ সকাল ১১:৩৩
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : শহীদের রক্ত বৃথা যাবেনারে ভাই,, আল্লাহ করিম,, হে উম্মতগণ জান দেওয়ার মালিকও আমি আর জান নেওয়ার মালিক ও আমি। আল্লাহ আমাদের শাহাদাতের মৃত্যু দিন।
০৯ মে ২০১৬ দুপুর ০৩:১৪
305839
কুয়েত থেকে লিখেছেন : শাহাদাতের মৃত্যু যারা সৌভাগ্যবান তাদের কপালেই জোটে কিন্তু দুঃখ হলো আমরা বীরের মতো লড়ে শহীদ হতে পারছিনা। ইসলামের শত্রুরা শয়তানি চক্রান্ত চালিয়ে আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। তবে আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত অত্যান্ত দূর্বল তাই আমাদের লড়তেই হবে। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File