ফাঁসি ও শাহাদাত এগুলো যেন একদম ইজি হয়ে গেছে আমীরে জামায়াতের ফাঁসির রায়ের পরও কান্না আসতেছেনা।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৭ মে, ২০১৬, ০৭:৩৯:১৫ সন্ধ্যা
ফাঁসি ও শাহাদাত এগুলো যেন একদম ইজি হয়ে গেছে কোন কিছু অনুভব হয়না। যখন সংগঠনে আসিনি এবং যখন সংগঠনে এসেছি তখন শুনতাম যে
এই সংগঠন করলে জেল,জুলুম, শাহাদাত বরণ করতেই হয়, আর এখন এগুলো দেখি এখন অবাক লাগেনা। শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাাতের পর অজোর ধারে কেঁদেছি।
মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসাঈন সাঈদী হুজুরের রায়ের পর তাৎক্ষণিক সংবাদ শুনেও অজোর ধারে কেঁদেছি। দেশের অনেক সাথী ভাইয়েরা মিছিলে গিয়ে খেঁদেছে তাদের কান্নার আওয়াজ ফোনের মাধ্যমে শুনে নিজেও খেঁদেছি।
মিছিলের ডাক আসে, মিছিলে যাওয়ার পথে অজোর ধারে কেঁদে ছিল, এখন আর সেই কান্না হয়তো কারো আসেনা আসবেই বা কি ভাবে একে একে কামরুজ্জামান ভাইয়ের ফাঁসি হয়ে গেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ভাইয়ের ফাঁসি ও হয়ে গেল তাদের অপরাধ কি..? তারা ইসলামী আন্দেলনের নেতা এইতো অপরাধ..!
এখন আমিরে জামায়াতের ফাঁসির রায়ের পরও কান্না আসতেছেনা। আসলে এই পথটা খুনে রাঙ্গা পথ। হে আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোরনের অন্যতম নেতা মাওলানা মতিউর রহমান নিজামী হুজুরকে হেফাজত করো।
আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী।
শুক্রবার দুপুরে পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদেরকে এ কথা জানিয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
মাওলানা নিজামী পরিবারের সদস্যদের কাছে বলেছেন, জীবন-মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামীন। মহান আল্লাহ আমার মৃত্যুর জন্য যে সময় ও স্থান নির্ধারণ করে রেখেছেন ঠিক সে সময় এবং সে স্থানেই আমার মৃত্যু হবে।
তার আগেও নয়, পরেও নয়। আমার মাঝে কোনো দুর্বলতা নেই। আমি কোনো অন্যায় করিনি। সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ সরকার আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। আল্লাহ যদি আমাকে শহিদী মৃত্যু দেন তাহলে সেটা হবে আমার চরম সৌভাগ্য।
তিনি বলেছেন, আমি আমার পরিবার, সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহবান জানাচ্ছি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি প্রাণের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
আমি দেশবাসীকে আমার সালাম জানাচ্ছি ও দোয়া চাচ্ছি যাতে আমি জীবনের শেষ মুহূর্র্ত পর্যন্ত ঈমানের ওপর দৃঢ় ও অবিচল থাকতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আল্লাহ আমার জন্মভূমি এই প্রিয় বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন।
হে বিশ্বপরিচালক মহান প্রভূ আমাদের দু'চোখের অশ্রু ভেজা কান্না ছাড়া আপনার দরবারে পেশ করার মতো আর কিছুই নেই। আর যা আছে তা আপনার দেওয়া জীবনটাই এটাও আপনার রাস্থায় ওকফ করে দিয়েছি। হে মালিক আমাদের জীবনের বিনিময়ে আমাদের প্রিয় নেতাদেরকে রক্ষা করুন।
বিষয়: বিবিধ
১৭৭০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার বিস্বাস উনাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইসলামের রাজত্ব কায়েম হবে । ইনশা আল্লাহ !
★অশ্রু শিক্ত করার মত একটি গানের অংশ মাত্র।
মন্তব্য করতে লগইন করুন