মওদুদীর বিরুধীতা করে কি জান্নাত পাওয়া যাবে..? এক জন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে যাচাই না করেই তা বলে বেড়ায়।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০২ এপ্রিল, ২০১৬, ০৩:১৩:৪৭ দুপুর
আমি ছোট বেলা থেকেই বিশেষ করে আমাদের কাওমী হুজুরদের মুখে ও তাদের মাহফিলে শুনে আসছি যে, মাওলানা মওদুদীর বিরুধীতা করা, তাঁর লেখা কোন সাহিত্য না পড়া, তাঁর পথের পথিকদের বিরুধীতা করা নাকি ইমানী দায়িত্ব !
আমি নিজেও একজন কাওমী মাদ্রাসার ছাত্র এবং স্থানিয় হিসেবে ওস্তাদদের প্রিয় ছাত্রই ছিলাম। আল্লাহ পাক হয়তো কুয়েত না আনলে নিজেও গোমরাহির মধ্যেই থেকে যেতাম।
আসলে আমরা যারা কাওমী মাদ্রাসায় পড়েছি আ্মরা ওস্তাদের এতই যে ভক্ত ওস্তাদের হাজার ভূল আর আমাদের চোঁখেই পড়তো না। তাঁর বিরুদ্ধে লেখা বিভিন্ন লেখকের বিদ্বেষপূর্ণ বইগুলো নিজে পড়েছি।
কিন্তু একটি হাদীস পড়ার পর (কাফা বিল মার'ই কাজিবান আই'ইউ হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া)
অর্থাৎ এক জন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে যাচাই না করেই তা বলে বেড়ায়।
তার যে সকল বইয়ের ব্যাপারে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেগুলো নিজেই যাঁচাই করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করলাম এবং দেখতে পেলাম অভিযোগের সম্পূর্ন ভিত্তহীন এবং উদ্বেশ্য প্রণোদিত।
আর তাঁর বিরুদ্ধে লিখার সময় ১% ও নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হননি সম্মানীত লেখকবৃন্দ।
শুধু বিরুধীতার জন্যই বিরুধীতা। এত কিছুর পরেও জন্ম থেকেই যার বিরুধীতা করা শুনে আসছি তার সম্পর্কে সন্দেহ থেকেই যায়।
আমার বড় ভাই আমার মাকে বলেছেন তোমার ছেলে এখন গোমরাহ হয়ে গেছে মা বলেন সে নামাজ পড়ে প্রতিদিন কুরআন পড়ে আর তুমি বলছো সে
গোমরাহ হয়ে গেছে.?
মাকে বুঝানোর জন্য আমাদের মসজিদের ইমাম (বড় হুজুরের ছেলে) মুফতি ফয়জুল্লাহ কে ঘরে এনে মাকে বুঝাচ্ছেন। আমিযে ঘরে ছিলাম সেটা হুজুর জান্তো না বড় ভাইও জানেনা। পরে আমি ভিতর থেকে বের হয়ে হুজুরকে বল্লাম আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করতে এসেছেন বে-নামাজির সাথে..?
কিন্তু আলহামদুলিল্লাহ্, সেই ভুল সন্দেহটুকুও চিরতরে দুর হয়ে গেল, যখন দেখলাম ইসলামের চির শত্রু, পরীক্ষিত দুশমনেরা এক সাথে তাঁর বিরুদ্ধে ও তাঁর প্রতিষ্ঠিত দল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদা জল খেয়ে ময়দানে নেমেছে ।
শুধু বলবো, শেষ বিচারের দিন আমরা সকলেই উপস্থিত হব মহা বিচারকের সামনে , সেদিনই জানা যাবে কে প্রকৃত কাফের আর কে মু'মিন ?
ওয়ামা তাউফীকী ইল্লা বিল্লাহ্। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঐসব মিথ্যুকদের ব্যাপারে মাওলানা মওদুদী (রাহিমাহুল্লাহ) নিজেই আল্লাহতায়ালার দরবারে মামলা করে রেখেছেন!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন