মওদুদীর বিরুধীতা করে কি জান্নাত পাওয়া যাবে..? এক জন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে যাচাই না করেই তা বলে বেড়ায়।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০২ এপ্রিল, ২০১৬, ০৩:১৩:৪৭ দুপুর

আমি ছোট বেলা থেকেই বিশেষ করে আমাদের কাওমী হুজুরদের মুখে ও তাদের মাহফিলে শুনে আসছি যে, মাওলানা মওদুদীর বিরুধীতা করা, তাঁর লেখা কোন সাহিত্য না পড়া, তাঁর পথের পথিকদের বিরুধীতা করা নাকি ইমানী দায়িত্ব !

আমি নিজেও একজন কাওমী মাদ্রাসার ছাত্র এবং স্থানিয় হিসেবে ওস্তাদদের প্রিয় ছাত্রই ছিলাম। আল্লাহ পাক হয়তো কুয়েত না আনলে নিজেও গোমরাহির মধ্যেই থেকে যেতাম।

আসলে আমরা যারা কাওমী মাদ্রাসায় পড়েছি আ্মরা ওস্তাদের এতই যে ভক্ত ওস্তাদের হাজার ভূল আর আমাদের চোঁখেই পড়তো না। তাঁর বিরুদ্ধে লেখা বিভিন্ন লেখকের বিদ্বেষপূর্ণ বইগুলো নিজে পড়েছি।

কিন্তু একটি হাদীস পড়ার পর (কাফা বিল মার'ই কাজিবান আই'ইউ হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া)

অর্থাৎ এক জন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে যাচাই না করেই তা বলে বেড়ায়।

তার যে সকল বইয়ের ব্যাপারে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেগুলো নিজেই যাঁচাই করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করলাম এবং দেখতে পেলাম অভিযোগের সম্পূর্ন ভিত্তহীন এবং উদ্বেশ্য প্রণোদিত।

আর তাঁর বিরুদ্ধে লিখার সময় ১% ও নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হননি সম্মানীত লেখকবৃন্দ।

শুধু বিরুধীতার জন্যই বিরুধীতা। এত কিছুর পরেও জন্ম থেকেই যার বিরুধীতা করা শুনে আসছি তার সম্পর্কে সন্দেহ থেকেই যায়।

আমার বড় ভাই আমার মাকে বলেছেন তোমার ছেলে এখন গোমরাহ হয়ে গেছে মা বলেন সে নামাজ পড়ে প্রতিদিন কুরআন পড়ে আর তুমি বলছো সে

গোমরাহ হয়ে গেছে.?

মাকে বুঝানোর জন্য আমাদের মসজিদের ইমাম (বড় হুজুরের ছেলে) মুফতি ফয়জুল্লাহ কে ঘরে এনে মাকে বুঝাচ্ছেন। আমিযে ঘরে ছিলাম সেটা হুজুর জান্তো না বড় ভাইও জানেনা। পরে আমি ভিতর থেকে বের হয়ে হুজুরকে বল্লাম আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করতে এসেছেন বে-নামাজির সাথে..?

কিন্তু আলহামদুলিল্লাহ্, সেই ভুল সন্দেহটুকুও চিরতরে দুর হয়ে গেল, যখন দেখলাম ইসলামের চির শত্রু, পরীক্ষিত দুশমনেরা এক সাথে তাঁর বিরুদ্ধে ও তাঁর প্রতিষ্ঠিত দল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদা জল খেয়ে ময়দানে নেমেছে ।

শুধু বলবো, শেষ বিচারের দিন আমরা সকলেই উপস্থিত হব মহা বিচারকের সামনে , সেদিনই জানা যাবে কে প্রকৃত কাফের আর কে মু'মিন ?

ওয়ামা তাউফীকী ইল্লা বিল্লাহ্। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।

বিষয়: বিবিধ

১৪১৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364407
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৬
হাফেজ আহমেদ লিখেছেন : হুম, না জেনে বা যাচাই না করে কোন কিছু সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। চমৎকার লিখেছেন।
০২ এপ্রিল ২০১৬ রাত ১১:০৫
302335
কুয়েত থেকে লিখেছেন : যাছাই করার দায়িত্ব ছিল আলেম সমাজের,কিন্তু এখন আলেম সমাজ যাছাই না করে আছে দন্দাবাজির তালে।আপনাকে ধন্যবাদ
364410
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪০
চেতনাবিলাস লিখেছেন : মাওলানা মওদুদী (র)এর যারা বিরোধিতা করে তারা প্রকৃত ইসলামের বিরোধী | এই পীর পন্থী , মাজার পন্থী আর তাবলীগ পন্থীরা সাধারণ মুসলমানদের আরও গোমরাহ বানাচ্ছে | সুন্দর লেখার জন্য ধন্যবাদ |
০২ এপ্রিল ২০১৬ রাত ১১:১০
302336
কুয়েত থেকে লিখেছেন : মাওলানার বিরোধিতা যারা করেন তারা একমাত্র বাতিলকে খূশী করার জন্যই বিরোধিতা করেন ইসলামের কারনে যে বিরোধিতা করেন তা নয়।মনে রাখতে হবে মুনাফিকদের শত্রু নেই আপনাকে ধন্যবাদ
364411
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২২
শফিউর রহমান লিখেছেন : গুরুত্বপূর্ণ কথা হলো, না বুঝেই কেন বিরোধীতা? প্রকৃত সত্য আগে জানতে হবে তারপর ঠিক করতে হবে বিরোধীতা করবে, নাকি পক্ষে থাকবে। কিন্তু দূর্ভার্গের বিষয় আমাদের দেশের বেশীরভাগ মানুষ কোন কিছু না জেনে, না বুঝেই জামায়াতে ইসলামী এবং মওদূদী (রঃ) এর বিরোধীতা করে।
০২ এপ্রিল ২০১৬ রাত ১১:১৬
302337
কুয়েত থেকে লিখেছেন : কারন বুজুরগুদের ভূল ধরা গুনাহে কবিরা না হলেও বড় গুনাহের কাজ তাই আকাবিরেরা যা বলবে তাই মানতে হবে।আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় গিয়েও দেখেছি মাদ্রাসার বাইরে বহু বই মাওলানা মওদূদীর বিরুদ্ধে লেখা। ওরা কেই ইসলামের জন্য লেখেনাই। আপনাকে ধন্যবাদন
364413
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঐসব মিথ্যুকদের ব্যাপারে মাওলানা মওদুদী (রাহিমাহুল্লাহ) নিজেই আল্লাহতায়ালার দরবারে মামলা করে রেখেছেন!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
০২ এপ্রিল ২০১৬ রাত ১১:১৯
302338
কুয়েত থেকে লিখেছেন : ওয়ালাইকুম আচ্ছালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে যাচাই না করেই তা বলে বেড়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ
364429
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চেতনাবিলাস লিখেছেন : মাওলানা মওদুদী (র)এর যারা বিরোধিতা করে তারা প্রকৃত ইসলামের বিরোধী | এই পীর পন্থী , মাজার পন্থী আর তাবলীগ পন্থীরা সাধারণ মুসলমানদের আরও গোমরাহ বানাচ্ছে | সুন্দর লেখার জন্য ধন্যবাদ |
০২ এপ্রিল ২০১৬ রাত ১১:২৩
302340
কুয়েত থেকে লিখেছেন : মাওলানা মওদূদীর বিরোধিতা যারা করেন তারা একমাত্র বাতিলকে খূশী করার জন্যই বিরোধিতা করেন। ইসলামের কারনে যে বিরোধিতা করেন তা নয়।মনে রাখতে হবে মুনাফিকদের শত্রু নেই ওনারা সবার থেকে ক্রীমভোগের ফিকেরেই থাকেন তার জন্যই বিরোধিতা।আপনাকে ধন্যবাদ
364438
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ এপ্রিল ২০১৬ রাত ১১:২৩
302341
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File